
যারা ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখেন কিন্তু সেনজেন ভিসার জটিলতা এড়িয়ে যেতে চান, তাদের জন্য জর্জিয়া হতে পারে এক দুর্দান্ত বিকল্প। এই দেশটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এবং বর্তমানে অনেক দেশের পাসপোর্টধারীদের জন্যই সহজ করেছে ভ্রমণ নীতিমালা।
জর্জিয়ায় ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন, যদি আপনার কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সেনজেন অঞ্চল বা জাপানের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকে। এই নিয়মের আওতায় আপনি ৯০ দিন পর্যন্ত জর্জিয়ায় অবস্থান করতে পারবেন।
যদি এই শর্ত পূরণ না হয়, তাহলেও চিন্তার কিছু নেই। জর্জিয়ায় ভ্রমণের জন্য রয়েছে ই-ভিসা সুবিধা, যা মাত্র তিনটি ধাপে পাওয়া যায়:
- জর্জিয়ার অফিসিয়াল ই-ভিসা পোর্টালে ( www.evisa.gov.ge/GeoVisa) লগইন করুন
- আবেদন ফর্ম পূরণ করুন
- পেমেন্ট করে ভিসা গ্রহণ করুন
ককেশাস পর্বতমালার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, নয়নাভিরাম লেক, পাহাড়, বরফ ঢাকা দুর্দান্ত সুন্দর দেশ জর্জিয়া। এর সাথে আছে হাজার বছরের পুরনো ইতিহাস আর গুহা-মঠ, যা ভ্রমণকারীকে নিয়ে যাবে হাজার হাজার বছর পুরনো জনপদ দেখার অভিজ্ঞতায়। আর রয়েছে পৃথিবী বিখ্যাত খাবার আর বৈচিত্র্যময় সংস্কৃতির বিস্ময়কর স্বাদ! সবচেয়ে বড় কথা ইউরোপের সবচেয়ে কম খরচে ঘুরে বেড়ানোর চমৎকার সুযোগ দিচ্ছে জর্জিয়া।
ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আয়কর রিটার্ন, চাকরির প্রমাণ
সতর্কতা: শুধু সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন, এজেন্ট বা অননুমোদিত প্ল্যাটফর্ম এড়িয়ে চলুন
জর্জিয়া এখন আর শুধু “ব্যাকআপ ইউরোপ ট্রিপ” নয়, এটি নিজেই হতে পারে মূল গন্তব্য।
তথ্যসূত্র: টাইমস নাউ