Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে ফুলফান্ডেড স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:০৬

জার্মানিতে ফুলফান্ডেড স্কলারশিপ

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত Max Planck Institute for Legal History and Legal Theory-এ তিন মাসের পূর্ণ অর্থায়িত গবেষণা ফেলোশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। Max Planck Doucet Scholarship ২০২৬ নামের এই ফেলোশিপটি মূলত প্রারম্ভিক পর্যায়ের গবেষকদের জন্য, বিশেষ করে লাতিন আমেরিকা থেকে আগতদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে বিশ্বের যে কোনো দেশের গবেষকই আবেদন করতে পারবেন।

এই ফেলোশিপের মেয়াদ ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত। আবেদনকারীদের ফ্রাঙ্কফুর্টের বাইরে বসবাসকারী হতে হবে, এবং তাদের গবেষণা প্রস্তাবনায় ঔপনিবেশিক আইনের ইতিহাস এবং Doucet Collection ব্যবহারের পরিকল্পনা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

ফেলোশিপের আওতায় গবেষকদের জন্য জীবনযাত্রার ভাতা, যাতায়াত খরচ, আবাসন সুবিধা এবং উন্নত গবেষণা পরিবেশ প্রদান করা হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না, যা অনেক তরুণ গবেষকের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ করে তুলেছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে:

- সম্পূর্ণ জীবনবৃত্তান্ত 

- গবেষণা প্রকল্পের বিবরণ

- প্রেরণা পত্র (Motivation Letter)

আবেদনপত্র ইংরেজি বা স্প্যানিশ ভাষায় জমা দিতে হবে। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে sekduve@lhlt.mpg.de-তে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫। যারা ঐতিহাসিক আইন, লাতিন আমেরিকার ঔপনিবেশিক প্রেক্ষাপট এবং Doucet Collection নিয়ে গবেষণায় আগ্রহী, তাদের জন্য এটি একটি অসাধারণ আন্তর্জাতিক সুযোগ।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo