
জোর করে যৌন ব্যবসায় নিযুক্ত করা হয়েছিল তাদের৷ দীর্ঘ তদন্তের পরে অবশেষে স্পেনে ১৬২ জন নারীকে উদ্ধার করল পুলিশ৷ এই ঘটনায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে ৯ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ প্রাথমিক তদন্ত বলছে, পুরো বিষয়টির পেছনে রয়েছে একটি নারী পাচার চক্র৷
পুলিশ জানিয়েছে, জোরপূর্বক যৌন ব্যবসায় নিযুক্ত করাদের বেশির ভাগই দক্ষিণ আমেরিকার বাসিন্দা৷ এই নারী পাচার চক্রটি তাদের নানা প্রলোভন দেখিয়ে জোর করে যৌন ব্যবসায় নিযুক্ত করে৷ ভ্যালেন্সিয়া, আলিকান্তে, মালাগা ও ম্যুরিকাসহ বিভিন্ন অঞ্চলে একাধিক বাড়ি ও অ্যাপার্টমেন্টকে ‘ম্যাসাজ পার্লার’-এ পরিণত করেছিল এই চক্র৷ ফাঁদে ফেলা নারীদের উপর চলত কড়া নজরদারি৷ এমনকি যৌন ব্যবসার ফলে যে অর্থ তারা আয় করতেন, তাও কেড়ে নেওয়া হতো৷ এই নির্যাতিতাদের বেশির ভাগেরই না আছে কোনো রেসিডেন্স পারমিট, না রয়েছে ওয়ার্ক পারমিট৷ চরম দারিদ্র্য ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন তারা৷ পুলিশের বিবৃতিতে আরো জানানো হয়েছে, নির্যাতিতাদের ঘরেও বন্দি করে রাখা হতো৷
তথ্যসূত্র: ডয়েচে ভেলে