
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সম্প্রতি হোম ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারুর (Deliveroo) অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যেখানে প্রতিষ্ঠানটি আসাইলাম হোটেলগুলোর অবস্থান জানতে চেয়েছিল। এর উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসীদের ডেলিভারি কাজে নিয়োজিত হওয়া ঠেকানো। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ডেলিভারু দাবি করেছে, তারা গোপনীয়তা রক্ষা করে শুধু অবৈধ কর্মসংস্থান ঠেকাতে তথ্য ব্যবহার করবে। কিন্তু হোম অফিস জানিয়েছে, হোটেলবাসীদের নিরাপত্তার কারণে তারা এই তথ্য দিতে পারবে না। যদিও প্রতিষ্ঠানটি অবৈধ কর্মসংস্থান ঠেকাতে ফেসিয়াল ভেরিফিকেশন ও পরিচয় যাচাই ব্যবস্থা জোরদার করেছে।
হোম সেক্রেটারি ইভেট কুপার বলেন, “অবৈধ কর্মসংস্থান সৎ ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে এবং স্থানীয় মজুরি কমিয়ে দেয়। সরকার এটি সহ্য করবে না।” তিনি আরো জানান, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৭৪৮টি জরিমানা নোটিস জারি করা হয়েছে, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ।
তবে ছায়া হোম অফিস মন্ত্রী কেটি ল্যাম বলেন, “ডেলিভারি কোম্পানিগুলো এখন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু হোম অফিসের সহযোগিতা না পাওয়া যুক্তরাজ্যের অভিবাসন নীতির উল্টোপথ দেখায়।"
এই ঘটনা যুক্তরাজ্যে অভিবাসন, নিরাপত্তা ও শ্রমনীতি নিয়ে চলমান বিতর্ককে আরো জোরালো করেছে।
তথ্যসূত্র: এক্সপ্রেস ডট কম