
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের টোরে পাচেকো শহরে তিন রাত ধরে চলা সহিংস সংঘর্ষের পর আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে পাঁচজন স্প্যানিশ নাগরিক ও একজন উত্তর আফ্রিকান অভিবাসী। সংঘর্ষের সূত্রপাত হয় এক বৃদ্ধকে মারধরের ঘটনায়, যার জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হামলাকারী এখনো পলাতক।
এই শহরের প্রায় এক-তৃতীয়াংশ জনসংখ্যা অভিবাসী, যাদের অনেকেই কৃষি খাতে দিনমজুর হিসেবে কাজ করেন। সংঘর্ষে কট্টর ডানপন্থি যুবকরা মুখ ঢেকে পুলিশের দিকে বোতল ও অন্যান্য বস্তু ছুড়ে মারেন। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাসকা বলেন, এই সহিংসতা ডানপন্থি রাজনৈতিক দল ও গোষ্ঠীর উসকানিমূলক বক্তব্য ও সামাজিক মাধ্যমে সংগঠিত আহ্বানের ফল। স্থানীয় মেয়র পেদ্রো অ্যাঞ্জেল রোকা অভিবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি আরো ঘোলাটে না হয়।
এক উত্তর আফ্রিকান অভিবাসী বলেন, “আমরা শান্তি চাই। আমরা কিছু চাই না, শুধু শান্তি চাই।" এই ঘটনা স্পেনে অভিবাসনবিষয়ক উত্তেজনা ও রাজনৈতিক বিভাজনের বাস্তবতা আবারো সামনে এনেছে।
তথ্যসূত্র: রয়টার্স