Logo
×

Follow Us

ইউরোপ

গ্রিক উপকূল থেকে উদ্ধার শত শত অভিবাসনপ্রত্যাশী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:৩৫

গ্রিক উপকূল থেকে উদ্ধার শত শত অভিবাসনপ্রত্যাশী

গ্রিক উপকূল থেকে তিন দিনে পাঁচটি ভিন্ন ভিন্ন উদ্ধার অভিযানে শত শত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে গ্রিক দ্বীপ গাভদোস ও ক্রিট থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে গ্রিক উপকূলরক্ষী৷

গ্রিক কোস্টগার্ড ৬ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন গ্রিসের একেবার দক্ষিণের ছোট দ্বীপ গাভদোস থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ভাসতে থাকা ৪৩০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে চিহ্নিত করে উদ্ধার করা হয়েছে৷ 

আরেকটি উদ্ধার অভিযানে ক্রিট দ্বীপের উপকূল থেকে ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ এসব অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স৷ উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের গ্রিসের সবচেয়ে বড় এবং জনবহুল ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে৷

গ্রিসের ন্যাশনাল পাবলিক ব্রডকাস্টার ইআরটি নিউজ ৬ জুলাই জানিয়েছে, লিবিয়ার তোব্রুক বন্দর থেকে ক্রিট পর্যন্ত বিস্তৃত অভিবাসন রুটটি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ সপ্তাহান্তে এই রুট ধরে গ্রিক দ্বীপে পাড়ি জমিয়েছেন ২৮০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসী৷

একই দিন অভিবাসীবাহী একটি স্পিড বোটের ভিডিও প্রকাশ করেছে গ্রিক সংবাদমাধ্যম৷ ছবিতে দেখা যায়, ক্রিটের দক্ষিণ তীরে পৌঁছানোর আগে ওই স্পিড বোট থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন অভিবাসীরা৷

অভিবাসনপ্রত্যাশীর মধ্যে কোন কোন দেশের নাগরিকেরা রয়েছেন, তা জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ৷ তারা বলছে, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর-পূর্ব লিবিয়ায় অবস্থানরত ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা তীব্র হয়েছে৷ এসব অভিবাসনপ্রত্যাশীর মধ্যে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো থেকে আসা নাগরিকের সংখ্যা বেশি৷ এছাড়া যুদ্ধবিধ্বস্ত সুদান, মিসর ও বাংলাদেশের নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য৷

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, চলতি বছর এখন পর্যন্ত সমুদ্রপথে মোট ১৬ হাজার ৮৪৮ জন অভিবাসী গ্রিসে এসেছেন৷ এদের মধ্যে শুধু ক্রিটে এসেছেন ৭ হাজার ১৩৫ জন৷

স্থান সংকুলান না হওয়ায় অভিবাসনপ্রত্যাশীদের অনেকে একটি ফুটবল মাঠে অস্থায়ীভাবে তাঁবু টানিয়ে থাকছেন৷ এমন প্রেক্ষাপটে লিবিয়া থেকে আসা অনিয়মিত অভিবাসীদের থামাতে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে গ্রিস৷

তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস

Logo