ফ্রান্সের তুলুজে দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৭

ফ্রান্সের তুলুজ শহরে বসবাসরত বাংলাদেশিদের জন্য দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করেছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ৫ ও ৬ জুলাই আয়োজিত এ কার্যক্রমে প্রায় ২০০ জন প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কনস্যুলার সেবা নেন।
সেবা কার্যক্রমের উদ্বোধনী দিনে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওসমান হোসেন মনির, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, তুলুজ বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এম এ তাহের, সাংবাদিক নুরুল ওয়াহিদ, মিলটন হোসেন, ইসকান্দার আলী, ফেরদৌস খান, রেকসানা রাখি, রিমা এলিজাবেথ রোজারিও ও আমানুর রহমান ইসলাম আজাদ। স্বাগত বক্তব্য দেন তারেক আহমাদ তাজ।
রাষ্ট্রদূত খন্দকার এম তালহা আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবার উদ্বোধন ঘোষণা করেন এবং উপস্থিত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেন।
ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম ও দ্বিতীয় সচিব শাকিল আহমদ। তারা সেবা গ্রহণকারীদের সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ভ্রাম্যমাণ সেবা কার্যক্রমে তুলুজ ছাড়াও আশপাশের শহর থেকে অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। অংশগ্রহণকারীরা রাষ্ট্রদূতের কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং তুলুজে বছরে অন্তত চারবার এ ধরনের সেবা চালুর দাবি জানান।
তথ্যসূত্র: বিডিনিউজ ২৪