Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে অভিবাসীর সংখ্যা ৩৩ লাখ প্রায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৮:৪০

জার্মানিতে অভিবাসীর সংখ্যা ৩৩ লাখ প্রায়

জার্মানিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে ৩৩ লাখে পৌঁছেছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪.১ শতাংশ। অর্থাৎ প্রতি ২৫ জনে একজন এখন শরণার্থী। এই বৃদ্ধির পেছনে ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক ও আফ্রিকার হর্ন অঞ্চল থেকে আগত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য।

এই বাস্তবতায় জার্মানির নতুন রক্ষণশীল সরকার আশ্রয়নীতিতে কড়াকড়ি আরোপ করছে। চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ও স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট আশ্রয়প্রার্থীর সংখ্যা বছরে এক থেকে দুই লাখের নিচে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন। এর অংশ হিসেবে সীমান্তে কড়া পাহারা, পারিবারিক পুনর্মিলনের অধিকার স্থগিত এবং “সহনশীলতা” ভিত্তিক অস্থায়ী অনুমতির পর্যালোচনা চলছে।

তবে এই নীতিগুলো নিয়ে বিতর্কও রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, পারিবারিক বিচ্ছিন্নতা ও সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ সমাজে অন্তর্ভুক্তির পথ কঠিন করে তুলছে এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি বাড়াচ্ছে।

জার্মানির শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি থাকলেও বর্তমান অভিবাসন নীতির কড়াকড়ি সেই ঘাটতি পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: ডয়েচে ভেলে

Logo