ছয় মাসে চ্যানেল পেরিয়ে ব্রিটেনে রেকর্ড ২০ হাজার অভিবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:১৩

২০২৫ সালের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পেরিয়ে ২০ হাজারের মতো অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ এটি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসীদের আগমনের নতুন রেকর্ড৷
২০২২ সালের পুরো বছর মিলিয়ে রেকর্ড ৪৫ হাজার ৭০০ জনের বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছিলেন৷ তখনো প্রথম ছয় মাসে এমন পরিসংখ্যান দেখা যায়নি৷ ২০১৮ সালে ‘‘ছোট নৌকা’’ ব্যবস্থার শুরু হওয়ার পর এই প্রথম ছয় মাসেই আসা অভিবাসীর সংখ্যা নতুন রেকর্ড গড়ল৷
ব্রিটিশ সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত ১৯ হাজার ৯৮২ জন অভিবাসী ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ তাদের বেশির ভাগই আফগানিস্তান, সিরিয়া, ইরিত্রিয়া এবং ইরানের নাগরিক৷
সংখ্যাটি ২০২৪ সালের তুলনায় ৪৮ শতাংশ এবং ২০২৩ সালের তুলনায় ৭৫ শতাংশ বেশি।
এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘এই সংখ্যা স্পষ্টতই অগ্রহণযোগ্য৷ আমাদের স্পষ্ট জেনে রাখ উচিত, গত কয়েক বছরে এই পরিসংখ্যান বৃদ্ধি পাওয়ার কারণ হলো পাচারকারীরা ইউরোপের নানা জায়গায় বড় পরিসরে মানব পাচারের ব্যবসা গড়ে তুলেছে৷’’
এসব পরিসংখ্যান যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের উপর চাপ বাড়াচ্ছে৷ দলটি অনিয়মিত অভিবাসনবিরোধী কঠোর অবস্থান নিয়েছে৷ এছাড়া অনিমিয়ত অভিবাসন ইস্যুতে যুক্তরাজ্যের অতি ডানপন্থি বিরোধী দল রিফর্ম ইউকের সমর্থন বাড়ছে এবং তারা সরকারকেও চাপ প্রয়োগ করছে৷
কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস ফিলিপ বলেছেন, ‘‘লেবার সরকারের এক বছর পূর্ণ হওয়ার পরেও নৌকাগুলো থামেনি, বরং বেড়েছে৷’’
চলতি মাসে ফ্রান্সের প্রেসিডেন্টের যুক্তরাজ্যে এক রাষ্ট্রীয় সফরে যাওয়ার কথা রয়েছে৷ সেখানে দুই শীর্ষ নেতা চ্যানেলে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে৷
চলতি বছর ইংলিশ চ্যানেল পেরিয়ে মৃত্যুর ঘটনাও বেড়েছে৷ ২০২৪ সালে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং ২০২৫ সালে এখন পর্যন্ত অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন৷
ফরাসি কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ফরাসি উপকূলে পৃথক চারটি অভিযানে ১৮৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে৷
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস