
১ জুলাই থেকে ফ্রান্সে অনলাইনে ফরাসি ভাষা শেখার সুযোগ পাবেন অভিবাসীরা৷ অভিবাসন ও ইন্টিগ্রেশন অফিস (অফি)-এর আওতায় ফরাসি ভাষা শিক্ষার সব কোর্স ডিজিটাল হয়ে যাচ্ছে৷ এখন থেকে যারা ফরাসি ভাষায় কথা বলতে বা লিখতে জানেন না, শুধু তাদের জন্যই শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান চালু থাকবে৷ এই পরিবর্তন নিয়ে ফ্রান্সের মাঠ পর্যায়ের বিশেষজ্ঞরা উদ্বেগ জানিয়েছেন৷
নতুন নিয়মে অভিবাসীদের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে৷ যেখানে তারা স্বতন্ত্রভাবে ফরাসি ভাষা শিখতে পারবেন৷ নতুন প্ল্যাটফর্মে “ঘণ্টার সংখ্যা সীমিত হবে না এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা করে তাদের সাহায্য করা হবে” বলে জানিয়েছেন ফরাসি অভিবাসন ও ইন্টিগ্রেশন অফিসের (অফি) পরিচালক দিদিয়ের লেসচি৷
তিনি ইনফো মাইগ্রেন্টসকে বলেন, এই নতুন পদ্ধতি তাদের জন্য সুবিধাজনক, যারা চাকরি করছেন অথবা প্রশিক্ষণ কেন্দ্র থেকে দূরে থাকেন, যেখানে যাতায়াতের খরচ বেশি৷
অফি পরিচালক দিদিয়ের লেসচি এই ডিজিটাল পদ্ধতিকে সফল বলে দাবি করেছেন। তিনি বলেন, "এটি ভালোভাবে কাজ করছে, এমনকি জার্মানিতেও এটি ব্যবহার হচ্ছে। লাইব্রেরি উইদাউট বর্ডার বা বিএসএফ এই ধরনের টুলস ব্যবহার করে সফল হয়েছে।"
অভিবাসন সংস্থা লা সিমাদের এক প্রকল্প কর্মকর্তা বলেন, “অনেক অভিবাসী তাদের রেসিডেন্স পারমিটের জন্য গুরুত্বপূর্ণ শর্তের সম্মুখীন হবেন। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত প্রশিক্ষণ থাকবে না। তারা সে ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিতে বাধ্য হবে। যার ফলে অভিবাসন সংস্থাগুলো চাপের মুখে পড়ে যাবে।”
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস