Logo
×

Follow Us

ইউরোপ

অভিবাসীদের আশ্রয় অধিকার আবারো স্থগিত করল পোল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ২৩:৪৬

অভিবাসীদের আশ্রয় অধিকার আবারো স্থগিত করল পোল্যান্ড

পোল্যান্ডের পার্লামেন্ট আবারো দেশটির পূর্ব সীমান্ত দিয়ে বেলারুশ থেকে আসা অভিবাসীদের আশ্রয় চাওয়ার অধিকার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷ 

২০ মে এক ভোটাভুটিতে ৩৬৬ জন সংসদ সদস্য এই প্রস্তাবের পক্ষে এবং মাত্র ১৭ জন বিপক্ষে ভোট দেন৷

এই নিয়ম প্রথমবার চালু হয় চলতি বছরের মার্চে৷ এরপর নিয়মটি ৬০ দিন মেয়াদে নবায়নযোগ্য রূপে কার্যকর রাখা হয়৷ 

পোলিশ সরকার বলছে, রাশিয়া এবং বেলারুশ ‘হাইব্রিড আক্রমণের’ অংশ হিসেবে বিদেশি নাগরিকদের পোল্যান্ডে প্রবেশে উৎসাহিত করছে৷ এর মূল লক্ষ্য হলো ইউরোপকে অস্থিতিশীল করা৷

পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেন, কেবল ‘কঠোর অবস্থান’ গ্রহণের মাধ্যমেই এই হুমকি মোকাবিলা করা সম্ভব হয়েছে৷ তিনি এই অভিবাসী প্রবাহকে দেশের জন্য একটি ‘গুরুতর এবং বাস্তব নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে বর্ণনা করেন৷

নতুন নিয়মে নির্দিষ্ট কিছু ব্যতিক্রম রাখা হয়েছে৷ অনাথ শিশু, সন্তানসম্ভবা নারী, গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিরা ছাড় পাবেন৷ আর যারা প্রমাণ করতে পারবেন, তাদের বেলারুশে ফেরত পাঠালে গুরুতর ক্ষতির মুখে পড়তে পারেন তারাও ছাড় পাবেন৷

এছাড়া একটি নতুন সংশোধনীর মাধ্যমে পরিবারসহ থাকা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও আশ্রয় চাওয়ার সুযোগ রাখা হয়েছে৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ একাধিক মানবাধিকার সংস্থা পোল্যান্ড সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷

তারা বলছে, এটি আন্তর্জাতিক এবং ইউরোপীয় আইনের লঙ্ঘন৷ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর আগেই সতর্ক করেছিল, প্রস্তাবিত আইন আন্তর্জাতিক আশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই নিয়ম ‘বেআইনি পুশব্যাককে’ বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করছে এবং এতে বেলারুশে ফেরত পাঠানো অভিবাসীরা নির্যাতনের ঝুঁকিতে পড়তে পারেন৷

ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি নিরাপত্তাজনিত প্রেক্ষাপটে মূল্যায়ন করবে৷ যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইউরোপীয় ইউনিয়নের উচিত পোল্যান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা৷

তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস

Logo