পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসীর বৈধতার বিল স্প্যানিশ পার্লামেন্টে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২৩:৪৫

স্পেন সরকার অন্তত পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত করার একটি বিল সংসদে উত্থাপন করেছে৷ নাগরিক উদ্যোগ থেকে আসা বিলটি গ্রহণ করেছে সরকার৷ বিলটি এখন স্পেনের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য তোলা হয়েছে৷
সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বাধীন স্প্যানিশ সরকার এই প্রক্রিয়াটিকে দ্রুততর করতে চায়৷ পার্লামেন্টে আনা বিল অনুযায়ী, যেসব অভিবাসী ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে স্পেনে এসেছেন, তারা এই নিয়মিতকরণের সুযোগ পাবেন৷
নাগরিক উদ্যোগের পক্ষে কাজ করা সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, এতে প্রায় চার লাখ ৭০ হাজার অভিবাসী উপকৃত হবেন৷
সরকার বলছে, এটি “ব্যতিক্রমী পরিস্থিতিতে বিশেষ অনুমতি” হিসেবে বিবেচিত হবে৷ যার আওতায় অভিবাসীরা স্পেনে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাবেন৷
দেশটির ইতিহাসে স্পেন এর আগে ছয় বার অনিয়মিত অভিবাসীদের বড় আকারে নিয়মিত করেছে৷ তবে সর্বশেষ ২০০৫ সালের তুলনায় এবার প্রায় দ্বিগুণ সংখ্যক অভিবাসী নিয়মিত হতে পারেন৷
বিল ঘিরে রাজনৈতিক ঐকমত্য
এই বিলটি স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব বেশি বিরোধিতার মুখে পড়েনি৷ ডানপন্থি পিপলস পার্টি (পিপি) এবং বামপন্থি সোশ্যালিস্ট পার্টি (পিএসওই) এতে সরাসরি বাধা দেয়নি৷
যদিও কট্টর-ডানপন্থি দল ভক্স বিল নিয়ে তীব্র সমালোচনা করেছে৷ দলটি এই প্রস্তাবকে “দায়িত্বহীন” বলে অভিহিত করেছে এবং অভিবাসনকে অপরাধের সঙ্গে যুক্ত করেছে৷
খ্রিস্টান ধর্মভিত্তিক একাধিক সংগঠন এই প্রস্তাবকে সমর্থন করেছে, যা পিপলস পার্টির মতো দলকে এই প্রক্রিয়ার প্রাথমিক ধাপে বাধা না দিতে সহায়তা করেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পাঁচ লাখ মানুষ যদি ছায়া-অর্থনীতিতে থেকে যান, তাহলে সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রের পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে৷
‘রেগুলারাইজাসিওন ইয়্যা-এর মুখপাত্র বলেন, “এই মানুষদের সামাজিক ও কর কাঠামোর বাইরে রেখে দিলে রাষ্ট্র সঠিকভাবে জনসেবা পরিকল্পনা করতে পারে না। এটি এক ধরনের শাসন ঘাটতির দিকেই ইঙ্গিত করে’।
তিনি আরো বলেন, ‘সরকার এর আগে অভিবাসন আইন সংশোধন করেছিল, যা বহু আশ্রয়প্রার্থীকে অনিশ্চিত আইনি অবস্থানে ফেলে দিয়েছিল। নতুন এই প্রস্তাব তাদের জন্য একটি সম্ভাব্য সমাধান হতে পারে’।
বর্তমানে প্রস্তাবিত শর্ত অনুযায়ী, কেবল ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে স্পেনে আসা অভিবাসীরাই নতুন আইনের অধীনে নিয়মিত হওয়ার সুযোগ পাবেন৷ তবে অন্যান্য শর্তগুলো এখনো পরিষ্কার নয়৷ ডানপন্থিরা চায়, আবেদনকারীদের যেন কোনো ফৌজদারি রেকর্ড না থাকে এবং তারা চাকরি পান৷
অন্যদিকে, বামপন্থি দলগুলো আরো বিস্তৃত ও দীর্ঘমেয়াদি নিয়মিতকরণের পক্ষে যুক্তি দিচ্ছে৷
সরকার বলছে, এটি কেবল সামাজিক নয়, অর্থনৈতিক দিকে বিবেচনা করেও জরুরি ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত৷ বর্তমানে স্পেনে নতুন তৈরি হওয়া চাকরির ৪০ শতাংশই বিদেশি নাগরিকদের দ্বারা পূরণ হচ্ছে৷ নির্মাণ ও রেস্তোরাঁ খাতে এই হার ৬০ শতাংশ পর্যন্ত৷ এই শ্রমের চাহিদা স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি৷
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস