Logo
×

Follow Us

বাংলাদেশ

২১ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করল ইউরোপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৬:৫৯

২১ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করল ইউরোপ

২০২৪ সালে শেনজেনভুক্ত দেশগুলো বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন বাতিলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রেখেছে। ইউরোপগামী ভিসাপ্রত্যাশীদের জন্য এটি এক দুঃসংবাদ। সম্প্রতি প্রকাশিত শেনজেন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে শেনজেন ভিসার জন্য মোট ৩৯,৩৪৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ২০,৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়, যা মোট আবেদনের ৫৪.৯০ শতাংশ। এর ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যাত দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রথম স্থানে রয়েছে আফ্রিকার পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র দেশ কমোরোস। দেশটি থেকে ২,৮৫৩টি ভিসা আবেদন জমা পড়লেও এর মধ্যে ১,৭৫৪টি প্রত্যাখ্যান করা হয়, অর্থাৎ ৬২.৮ শতাংশ আবেদন বাতিল হয়। পাকিস্তান অবস্থান করছে তৃতীয় স্থানে, যেখানে ৭৮,৩৬২টি আবেদনের মধ্যে ৩৫,১৩৯টি অর্থাৎ ৪৭.৫ শতাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

শেনজেন ভিসা ইনফোর দেওয়া তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ৪১,৩১৭টি ভিসা আবেদন জমা পড়ে। সেবার ১৭,০১৫টি আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল, যা ৪২.৮ শতাংশ। তুলনামূলকভাবে ২০২৪ সালে আবেদন প্রত্যাখ্যানের হার আরো বেড়েছে এবং তা উদ্বেগজনকভাবে ১২ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়- 

- সুইডেন ২০২৪ সালে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে।

- অস্ট্রিয়া পাকিস্তানিদের সর্বোচ্চ সংখ্যক ভিসা প্রত্যাখ্যান করে।

- ফ্রান্স কমোরোসের আবেদনকারীদের সর্বোচ্চ হারে ভিসা প্রত্যাখ্যান করে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা আন্তর্জাতিক ভ্রমণ এবং শিক্ষাগমন, চিকিৎসা ও ব্যবসার উদ্দেশ্যে ভিসার ওপর নির্ভরশীল বাংলাদেশিদের জন্য বড় একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Logo