
গাজায় ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনের রাজপথে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ‘প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন’ (পিএসসি) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ১৯৪৮ সালের ‘নাকবা’র (ফিলিস্তিনিদের ভিটেমাটি থেকে বিতাড়নের ঘটনা) ৭৭তম বার্ষিকী স্মরণ করা হয়।
বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন, যার মধ্যে ছিলেন ‘বেঙ্গলিজ ফর প্যালেস্টাইন’ সংগঠনের ব্যানারে অংশ নেওয়া বাংলাদেশিরাও। ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড ও স্লোগান মুখরিত ছিল লন্ডনের বড় সড়কগুলো।
মিছিলকারীরা গাজায় তিন মাস ধরে চলা অবরোধ তুলে নেওয়ার দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেন এবং মানবতাবিরোধী অপরাধের প্রতি তার ‘সমর্থন’ প্রত্যাহার করার আহ্বান জানান।
বক্তারা কয়েক দশক ধরে গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে ‘ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করেন। তারা ফিলিস্তিনি প্রতিরোধের স্থায়ী সমাধানের কথাও বলেন। “আমাদের সংগ্রাম ধৈর্য ও আশার সংগ্রাম,” একজন অংশগ্রহণকারী বলেন।
বাংলাদেশিদের মধ্যে মিছিলে অংশ নেন নূরউদ্দিন আহমেদ, রাজনউদ্দিন জালাল, শফিক আহমেদ, স্মৃতি আজাদ, আহমেদ ফকর কামাল, আবু হুসেন, মাহমুদ আলী ও মোসাদ্দেক হোসেন।
ইসরায়েলের ‘বর্ণবাদ ব্যবস্থার’ অবসান এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের অধিকারের জন্য চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম