Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ, কর্মী লাগবে কয়েক লাখ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৫৭

জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ, কর্মী লাগবে কয়েক লাখ

আগামী দুই দশকের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জনে বিপুল বিনিয়োগ করছে জার্মানি, যা সেখানে সৌর, বায়ু ও হাইড্রোজেন শিল্পে কয়েক লাখ লোকের কর্মসংস্থানের পথ খুলছে।

জার্মানির ভবিষ্যৎ জলবায়ু ও পরিবেশ সুরক্ষার এ উদ্যোগে যুক্ত হয়ে সেখানে কর্মজীবন গড়ে তোলার সুযোগ নিতে পারেন বিদেশি শিক্ষার্থীরা। পড়ালেখার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে দেশটিতে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার’ বিষয়ক পোর্টাল ‘স্টাডিং ইন জার্মানি’ বলছে, ২০৪৫ সালের মধ্যে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য রয়েছে ইউরোপের এ দেশের। আর ২০৫০ সালের পর থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমনের চেয়ে বেশি নিঃসরণের লক্ষ্যমাত্রা রয়েছে।

এ অবস্থায় অবকাঠামো পরিকল্পনায় ৫০ হাজার কোটি ইউরো বিনিয়োগ করছে জার্মানি। এর মধ্যে ‘ক্লাইমেট অ্যান্ড ট্রান্সফরমেশন ফান্ডে’ (কেটিএফ) বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার কোটি ইউরো।

‘জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’ বরাতে স্টাডিং ইন জার্মানি বলছে, আড়াইশ খাতে বিশাল কর্মযজ্ঞের জন্য দেশটিতে ৫ লাখ ৬০ হাজার কর্মীর ঘাটতি তৈরি হবে। কেবল সৌর, বায়ু, হাইড্রোজেন শিল্পেই ৩ লাখ দক্ষ কর্মী লাগবে।

এ অবস্থায় বিদেশি শিক্ষার্থীরা সুযোগ কাজে লাগাতে পারেন। নিজেদের ক্যারিয়ার উন্নয়নের পাশাপাশি জার্মানির লক্ষ্যমাত্রা অর্জনেরও সহায়ক হতে পারেন।

জার্মানির ভবিষ্যৎ জলবায়ু সুরক্ষা পরিকল্পনার জন্য যেসব বিষয়ের শিক্ষার্থী বা কর্মী চাহিদা তৈরি হতে পারে, সেগুলো হলো- রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এনভায়রনমেন্টাল সায়েন্স/আর্থ সায়েন্স।

টেকসই উন্নয়ন কর্মসূচিতে জার্মানির যেসব বিশ্ববিদ্যালয় সুযোগ দিয়ে থাকে, সেগুলো হলো- হামবুর্গ বিশ্ববিদ্যালয়, কোলন বিশ্ববিদ্যালয়, মিউনিখ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, ড্রেসডেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লুডভিগ ম্যাক্সিমিলিয়ান মিউনিখ বিশ্ববিদ্যালয় ও আলবার্ট লুডভিগ ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয়।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Logo