Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপে অভিবাসী নারীরা পতিতাবৃত্তির ফাঁদে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ২২:০৪

ইউরোপে অভিবাসী নারীরা পতিতাবৃত্তির ফাঁদে

ইউরোপে নতুন আসা অভিবাসী নারীরা মুখোমুখি হচ্ছেন একটি বিপজ্জনক পরিস্থিতির। তাদের পাচারকারীরা ইউরোপে পৌঁছানোর পর তাদের কাছ থেকে হাজার হাজার ইউরো দাবি করছে এবং এই ঋণ শোধ করার জন্য অনেক নারী পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন।

পাচার ও ঋণের ফাঁদ

ইনফো মাইগ্র্যান্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নারীরা ইউরোপে একটি নতুন জীবন শুরু করার আশায় আসেন, কিন্তু বাস্তবে তারা পাচারকারীদের দ্বারা প্রতারিত হন। তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয় এবং ঋণ শোধের জন্য তারা পতিতাবৃত্তিতে নিযুক্ত হতে বাধ্য হন।

এছাড়া দ্য টাইমসের প্রতিবেদনে দেখা যায়, স্কটল্যান্ডে চীনা নারীদের পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে, যেখানে একজন পাচারকারী ২.৬ মিলিয়ন ইউরো উপার্জন করেছেন।

আইনগত দুর্বলতা ও নিরাপত্তার অভাব

হিউম্যান রাইটস ওয়াচের মতে, ইউরোপীয় ইউনিয়নের কিছু নীতিমালা অভিবাসী নারীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা উল্লেখ করেছে, কিছু দেশে পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও বাস্তবে এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগ করা হয় না। ফলে পাচারকারীরা সহজেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।

ইউরোপে অভিবাসী নারীদের পতিতাবৃত্তির ফাঁদে পড়ার ঝুঁকি একটি গুরুতর মানবাধিকার সংকট। এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়, সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। অভিবাসী নারীদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন, সচেতনতা বৃদ্ধি এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস

Logo