মাফিয়ার হাতে বন্দি ইতালির পুগলিয়া অঞ্চলের অভিবাসী শ্রমিকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২২:০৩

ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়া (Puglia) অঞ্চলে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে একটি সাম্প্রতিক সমীক্ষা প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় দেখা গেছে, অভিবাসীরা প্রধানত কম দক্ষতার কাজগুলোতে নিযুক্ত হন এবং তাদের অনেকেই শোষণের শিকার হন। এই প্রতিবেদনটি অভিবাসী শ্রমিকদের বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে।
সমীক্ষার মূল তথ্য
ইনফো মাইগ্র্যান্টসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুগলিয়া অঞ্চলে অভিবাসীরা মূলত কৃষি ও নির্মাণ খাতে কাজ করেন, যেখানে কম দক্ষতার কাজের চাহিদা বেশি। তাদের অনেকেই অস্থায়ী চুক্তিতে কাজ করেন এবং শ্রম অধিকার থেকে বঞ্চিত হন।
শ্রম শোষণ ও মানবাধিকার লঙ্ঘন
দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুগলিয়া অঞ্চলে অভিবাসী শ্রমিকরা প্রায়ই অমানবিক পরিবেশে কাজ করেন। তাদের অনেকেই গ্যাংমাস্টারদের (caporali) অধীনে কাজ করতে বাধ্য হন, যারা তাদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করে ও নিম্নমানের বাসস্থানে রাখে। এই শোষণমূলক ব্যবস্থায় শ্রমিকরা ন্যায্য মজুরি ও মানবিক পরিবেশ থেকে বঞ্চিত হন।
নীতিগত প্রেক্ষাপট ও সুপারিশ
OECD-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতালিতে অভিবাসী শ্রমিকদের শ্রমবাজারে অন্তর্ভুক্তির জন্য কার্যকর নীতিমালা প্রয়োজন। এছাড়া শ্রমিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ প্রদান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পুগলিয়া অঞ্চলে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান পরিস্থিতি উদ্বেগজনক। তাদের শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সমাধানে সরকার, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা জরুরি। শ্রমিকদের অধিকার নিশ্চিত করে একটি ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা সময়ের দাবি।
তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস