Logo
×

Follow Us

ইউরোপ

নতুন নিয়মে পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রাম; যেভাবে আবেদন করবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২৩:৫০

নতুন নিয়মে পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রাম; যেভাবে আবেদন করবেন

পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রাম ২০২৫ সালে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রোগ্রামটি মূলত অ-ইইউ নাগরিকদের জন্য, যারা পর্তুগালে বিনিয়োগের মাধ্যমে বসবাসের অনুমতি পেতে আগ্রহী। নতুন নিয়মাবলিতে রিয়েল এস্টেট বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য বিনিয়োগের বিকল্পগুলোর উপর জোর দেওয়া হয়েছে।

২০২৫ সালের প্রধান পরিবর্তনসমূহ

রিয়েল এস্টেট বিনিয়োগ বাতিল: রিয়েল এস্টেট ক্রয় এবং সংশ্লিষ্ট ফান্ডে বিনিয়োগের মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে।

নতুন বিনিয়োগের বিকল্প:

বিনিয়োগ ফান্ড: ৫ লাখ ইউরো অনুমোদিত বিনিয়োগ ফান্ডে বিনিয়োগ।

সাংস্কৃতিক অনুদান: ২ লাখ ৫০ হাজার ইউরো সাংস্কৃতিক প্রকল্প বা ঐতিহ্য সংরক্ষণে অনুদান।

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা: ৫ লাখ ইউরো গবেষণা কার্যক্রমে বিনিয়োগ।

চাকরির সৃষ্টি: পর্তুগালে কমপক্ষে ১০টি স্থায়ী চাকরি সৃষ্টি করা। 

যোগ্যতার শর্তাবলি

- বয়স: ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।

- আর্থিক উৎস: বিনিয়োগের অর্থের বৈধ উৎস থাকতে হবে।

- অপরাধমূলক রেকর্ড: কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।

- বিনিয়োগের স্থায়িত্ব: বিনিয়োগ কমপক্ষে ৫ বছর ধরে রাখতে হবে।

বসবাসের প্রয়োজনীয়তা

- গোল্ডেন ভিসাহোল্ডারদের প্রতি দুই বছরে অন্তত ১৪ দিন পর্তুগালে অবস্থান করতে হবে। 

নাগরিকত্বের পথ

- ৫ বছর পর গোল্ডেন ভিসাহোল্ডাররা পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, যদি তারা মৌলিক পর্তুগিজ ভাষা দক্ষতা প্রদর্শন করতে পারেন।

পারিবারিক অন্তর্ভুক্তি

প্রধান আবেদনকারী তার স্ত্রী/স্বামী, নির্ভরশীল সন্তান এবং নির্ভরশীল পিতামাতাকে আবেদনপত্রে অন্তর্ভুক্ত করতে পারেন।

পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রামের এই নতুন পরিবর্তনগুলো বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, বিশেষ করে যারা সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে পেশাদার পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।

তথ্যসূত্র: জিজিভি

Logo