Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্যে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:০২

যুক্তরাজ্যে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি প্রস্তাব

অভিবাসন নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার । তিনি বলেন, "আমরা যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে আমরা 'অচেনা মানুষের দ্বীপ' হয়ে উঠব।" এই বক্তব্যের মাধ্যমে তিনি অভিবাসন নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।

জনগণের প্রতিক্রিয়া

এপ্রিল মাসে আইপসোস পরিচালিত একটি জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের জনগণের জন্য অভিবাসন অর্থনীতির পরই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এটি সরকারের অভিবাসন নীতির প্রতি জনগণের উদ্বেগের প্রতিফলন।

সরকারের পদক্ষেপ

স্টারমার সরকার অভিবাসন নীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন:

- নাগরিকত্বের জন্য আবাসনকাল বৃদ্ধি: নাগরিকত্ব পাওয়ার জন্য আবাসনকাল পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে।

- ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি: ইংরেজি ভাষার দক্ষতার মান বাড়ানো হয়েছে এবং পরবর্তী ভিসা নবায়ন ও স্থায়ী বসবাসের জন্য ইংরেজি দক্ষতার প্রমাণ প্রয়োজন হবে।

- সামাজিক যত্ন খাতে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত: বিদেশি শ্রমিকদের জন্য সামাজিক যত্ন খাতে নতুন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে।

- শিক্ষাগত যোগ্যতা: স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে।

- পোস্ট-স্টাডি ভিসা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পোস্ট-স্টাডি ভিসার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হয়েছে।

- ডিপোর্টেশন নীতি: অপরাধের জন্য, এমনকি ছোট অপরাধের জন্যও ভিসা বাতিল এবং ডিপোর্টেশন সহজতর করা হয়েছে।

- ইলেকট্রনিক ভিসা সিস্টেম: বিদেশি নাগরিকদের ট্র্যাকিংয়ের জন্য একটি নতুন ইলেকট্রনিক ভিসা সিস্টেম চালু করা হয়েছে।

সমালোচনা ও প্রতিক্রিয়া

নতুন নীতির প্রতি বিভিন্ন মহলের প্রতিক্রিয়া মিশ্র। কিছু ব্যবসায়ী, বিশেষ করে সামাজিক যত্ন ও শিক্ষাক্ষেত্রে কর্মী সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন। অপরদিকে, অভিবাসন সমর্থক গোষ্ঠী ও কিছু লেবার পার্টির সদস্য এই নীতিকে বিভাজনমূলক ও কঠোর বলে সমালোচনা করেছেন।

অভিবাসন হ্রাসের লক্ষ্যমাত্রা

সরকার আশা করছে, এই নতুন নীতির মাধ্যমে বার্ষিক ৫০ হাজার কম নিম্ন-দক্ষতা সম্পন্ন ভিসা ইস্যু হবে। এছাড়া সামগ্রিক অভিবাসন হ্রাসের লক্ষ্যমাত্রা ২০২৮ সালের মধ্যে ২ লাখ ৪০ হাজারে নামিয়ে আনা।

এই নীতির মাধ্যমে যুক্তরাজ্য সরকার অভিবাসন নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপ নিতে চায়। তবে এর বাস্তবায়ন ও প্রভাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। 

তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট

Logo