Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা সর্বনিম্নে পৌঁছাতে পারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১০:২২

জার্মানিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা সর্বনিম্নে পৌঁছাতে পারে

জার্মানিতে ২০২৫ সালে আশ্রয়প্রার্থীর সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন হতে পারে বলে জানিয়েছেন বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার। তিনি বলেন, যদি অনিয়মিত অভিবাসন বর্তমান হারে কমতে থাকে, তবে এ বছর আশ্রয়প্রার্থীর সংখ্যা প্রায় ১ লাখে নেমে আসতে পারে। 

ফেডারেল মাইগ্রেশন অফিসের তথ্য অনুযায়ী, ২০১২ সালের পর এই প্রথমবার এত কম সংখ্যক আশ্রয়প্রার্থীর আবেদন হতে পারে। ২০২৩ সালে প্রায় ৩ লাখ ৫২ হাজার আবেদন জমা পড়েছিল, যা ২০২৪ সালে কমে প্রায় ২ লাখ ৫১ হাজারে নেমে আসে।

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কনজারভেটিভ CSU পার্টির আলেকজান্ডার ডোব্রিন্ড। তিনি সীমান্ত নিয়ন্ত্রণ আরো কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর অংশ হিসেবে হাজার হাজার অতিরিক্ত কর্মকর্তা সীমান্তে মোতায়েন করা হবে এবং আকাশপথে নজরদারি বাড়ানো হবে। 

জার্মানির নতুন সরকার অবৈধ অভিবাসন কমিয়ে আনার লক্ষ্যে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে। এটি মূলত ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (AfD)-এর জনপ্রিয়তা কমাতে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ প্রশমিত করতে নেওয়া হয়েছে। 

এই পদক্ষেপগুলো জার্মানির অভিবাসন নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে, যা ইউরোপের অভিবাসন পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

Logo