Logo
×

Follow Us

ইউরোপ

মেডিকেল মাইগ্রেশনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ফ্রান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:১৮

মেডিকেল মাইগ্রেশনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ফ্রান্স

ফ্রান্সের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি। যার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে "মেডিকেল মাইগ্রেশন" বা চিকিৎসাভিত্তিক অভিবাসন। এই প্রবণতা দেশটির হাসপাতালগুলোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, বিশেষ করে প্যারিস ও অন্যান্য বড় শহরে।

"The Spectator" ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফ্রান্সের হাসপাতালগুলোতে রোগীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং জরুরি বিভাগের অপেক্ষার সময় কখনো কখনো দুই দিনেরও বেশি হয়ে যাচ্ছে। নান্টেস শহরে, মাত্র তিন সপ্তাহের মধ্যে চারজন রোগী জরুরি বিভাগে ভর্তি হওয়ার অপেক্ষায় মারা গেছেন।

এই সংকটের পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে ফ্রান্সের উদার স্বাস্থ্যসেবা নীতিকে, যা বিদেশি নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং প্রায়ই স্থায়ী বসবাসের সুযোগ প্রদান করে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং এমনকি যুক্তরাষ্ট্র থেকেও অনেকেই এই সুবিধার জন্য ফ্রান্সে আসছেন।

ফ্রান্সের "Aide Médicale de l'État" (AME) প্রোগ্রামটি অবৈধ অভিবাসীদের জন্য চিকিৎসা ব্যয় কভার করে। এই প্রোগ্রামের মাধ্যমে তিন মাস ফ্রান্সে বসবাসকারী এবং নির্দিষ্ট আয়ের নিচে থাকা ব্যক্তিরা চিকিৎসা সেবা পেতে পারেন। তবে এই প্রোগ্রামের ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি ফ্রান্সের স্বাস্থ্যসেবা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ দখল করছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ফ্রান্সের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরো সংকটে পড়বে। তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন অভিবাসন নীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে একটি সুষম সমাধান খুঁজে বের করা হয়, যাতে দেশের নাগরিকরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন।

তথ্যসূত্র: দ্য স্পেকটেটর

Logo