অভিবাসী আফ্রিকানরাই বদলে দেবে ভবিষ্যৎ পৃথিবীর চিত্র

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫১

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মানুষ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছেন। এই অভিবাসনের ধারা শুধু আফ্রিকার সমাজ ও অর্থনীতিতেই নয়, গোটা বিশ্বেই বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। সম্প্রতি দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিবাসনের গতিপথ, কারণ ও সম্ভাব্য প্রভাব ভবিষ্যতের পৃথিবীকে আমূল বদলে দিতে পারে।
আফ্রিকার মানুষ এখন শুধু ইউরোপ বা আমেরিকায় যাচ্ছেন না, তারা নিজেদের দেশের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন কাজ, শিক্ষা ও নিরাপত্তার খোঁজে।
বিশেষ করে শহরগুলোর দিকে মানুষ দ্রুত ছুটছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া, পূর্ব আফ্রিকার কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এখন আঞ্চলিক অভিবাসনের কেন্দ্রে পরিণত হয়েছে। আফ্রিকার অভ্যন্তরীণ অভিবাসনের হার ১০ বছরে প্রায় ২৫% বেড়েছে। এই অভ্যন্তরীণ গতি আফ্রিকার শ্রমবাজার, নগরায়ণ এবং সামাজিক গঠনেও ব্যাপক প্রভাব ফেলছে।
আফ্রিকা থেকে আন্তর্জাতিক অভিবাসনও দ্রুত বাড়ছে। বর্তমানে প্রায় ২ কোটির মতো আফ্রিকান বিদেশে বসবাস করছেন। তাদের গন্তব্যের মধ্যে রয়েছে-
ইউরোপ: উন্নত জীবনযাত্রা ও চাকরির সুযোগে প্রলোভিত হয়ে বহু আফ্রিকান ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছেন।
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলো: গৃহকর্ম, নির্মাণ ও সেবা খাতে চাহিদা থাকায় বহু আফ্রিকান এখানে পাড়ি জমাচ্ছেন। এই অভিবাসীরা শুধু নিজেদের জন্যই নয়, নিজ দেশের জন্যও বড় অবদান রাখছেন।
বিদেশে কাজ করা আফ্রিকানরা প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ তাদের দেশে পাঠাচ্ছেন। ২০১৮ সালে শুধু নাইজেরিয়াই পেয়েছিল প্রায় ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা তাদের দেশের বাজেট ও উন্নয়ন প্রকল্পে বড় ভূমিকা রেখেছিল। রেমিট্যান্স এখন অনেক আফ্রিকান দেশের জন্য বৈদেশিক সাহায্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস।
আফ্রিকার জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। ২০৪০ সালের মধ্যে শুধু সাব-সাহারান আফ্রিকায় বাস করবে বিশ্বের ২০ শতাংশ মানুষ। এই বিশাল জনসংখ্যার একটি অংশ কাজ ও জীবিকার জন্য দেশ ছাড়বে।
বিশেষজ্ঞদের মতে, “আফ্রিকার অভিবাসন এখন আর সমস্যা নয়, এটি বৈশ্বিক শ্রমবাজার ও জনসংখ্যা সমীকরণের অংশ হতে চলেছে।”
আফ্রিকা থেকে অভিবাসন একদিকে যেমন সুযোগ তৈরি করছে, অন্যদিকে রয়েছে চ্যালেঞ্জও। ইউরোপের মতো অনেক দেশের জনসংখ্যা কমে যাচ্ছে, তারা এই অভিবাসীদের কাজে লাগাতে পারে। তবে অভিবাসীদের সামাজিক সংযুক্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করাও বড় প্রশ্ন। বিশ্বকে এখন নতুন চোখে দেখতে হবে আফ্রিকান অভিবাসনকে; সমস্যা হিসেবে নয়, বরং একটি সম্ভাবনা হিসেবে।
তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট