Logo
×

Follow Us

ইউরোপ

সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় যেভাবে যাবেন স্পেনে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২১:০৮

সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় যেভাবে যাবেন স্পেনে

স্পেনের একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে মৌসুমী কাজের ভিসা দেয়া হয়৷

মৌসুমী কর্মীদের জন্য বছরের একটি নির্দিষ্ট সময়ে ভিসা ইস্যু করা হয়৷ আর এই ভিসা নিয়ে যারা আসেন তাদেরকে সাধারণত অন্য কাজ করতে দেয়া হয় না৷ কাজ শুরুর আগে আগে তাদের ইউরোপে প্রবেশ করতে দেয়া হয় এবং কাজ শেষে তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়৷ এই সময়টাতে অন্য কাজ করতে দেয়া না হলেও, ইউরোপের কিছু দেশ মৌসুমী ভিসায় আসা কর্মীদের পড়াশোনার বা প্রশিক্ষণের সুযোগ দেয়৷

স্পেনে মৌসুমী কর্মী হিসেবে আসতে চাইলে, যে বিষয়গুলো আপনার জানতে হবে-

স্পেনে যদি সাধারণ কাজের চুক্তি থাকে, তাহলে ৯০ দিনের ভিসা দেয়া হয়৷ আর স্পেনে পৌঁছে কাজ শুরু করার আগে দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনায় আপনাকে নিবন্ধিত হতে হবে৷

সামাজিক নিরাপত্তায় নিবন্ধিত হওয়ার এক মাসের মধ্যে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র পেতে আপনাকে ফরেইন ন্যাশনাল অফিসে অথবা নির্ধারিত থানায় আবেদন করতে হবে৷

চুক্তি যদি মৌসুমী কাজের জন্য হয়, তাহলে চুক্তির সময়সীমা অনুযায়ী ভিসা দেয়া হয়৷ সেক্ষেত্রে বিদেশি নাগরিক হিসেবে পরিচয়পত্র আর নিতে হয় না৷ মৌসুমী কাজ সাধারণত বছরে নয় মাস মেয়াদের হয়৷

সাধারণত স্পেনের একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কাজকে কেন্দ্র করে মৌসুমী কাজের ভিসা দেয়া হয়৷

আপনাকে প্রমাণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনি স্পেনে প্রবেশ করেননি। 

মৌসুমী কাজে স্পেন আসতে চাইলে, আপনার চাকরিদাতাকে আপনার ভিসায় উল্লেখ করা মেয়াদকাল পর্যন্ত কাজ করানোর সামর্থ্য থাকতে হবে৷ চাকরিদাতাকে প্রমাণ করতে হবে কর্মীদের সব আইনি চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ তার রয়েছে৷

স্পেনে মৌসুমি কাজের বেশিরভাগই কৃষি৷ কর্মসংস্থান ও সমাজকল্যাণ মন্ত্রণালয় অভিবাসী শ্রমিকদের শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলোতেও কাজ করার অনুমতি দেয়৷

যেভাবে আবেদন করতে হবে -

কাজের কিংবা রেসিডেন্স ভিসার আবেদন করার আগে, অবশ্যই আপনার নিয়োগকর্তার কাছে প্রোভিনশিয়াল অ্যালিয়েনস অ্যাফেয়ার অফিসের কিংবা স্পেনের শ্রম শাখার নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান থেকে আপনার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে৷ কাজ বা রেসিডেন্স ভিসার জন্য আপনি যে দেশে আছেন, সেই দেশের স্প্যানিশ কনস্যুলেট বা দূতাবাস থেকে আবেদন করতে হবে৷


তথ্যসূত্র: ইনফো মাইগ্র্যান্টস

Logo