বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর হচ্ছে মালয়েশিয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮
বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। রাজধানীর একটি হোটেলে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষে আয়োজিত নৈশভোজে এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান।
তিনি বলেন, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর হচ্ছে। বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি পর্যটনেও সম্পর্ক দ্রুত বিস্তৃত হয়েছে।
হাইকমিশনার জানান, আগামী দিনে আরো বেশি বাংলাদেশি পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত মালয়েশিয়া। তার ভাষায়, পর্যটন এমন এক সেতু, যা খাবার, সংস্কৃতি ও অভিজ্ঞতার আদান-প্রদানের মাধ্যমে সমাজকে আরো কাছাকাছি আনে।
সম্প্রতি ঢাকা ও কুয়ালালামপুরে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের কথা উল্লেখ করে শুহাদা ওসমান বলেন, এসব সফর পর্যটন, শিক্ষা, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
তিনি জানান, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এখন বিশ্বের অন্যতম সংযুক্ত বিমানবন্দর। এটি ভ্রমণ ও বাণিজ্যের জন্য মালয়েশিয়াকে আরো গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।
মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার ও ‘ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬’ উদ্বোধনের সময় হাইকমিশনার ঘোষণা দেন, ২০২৬ সালে ৩ লাখ বাংলাদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন বাজার হিসেবে গুরুত্বও তুলে ধরেন তিনি।
ই-ভিসা ইস্যুতে সাম্প্রতিক উদ্বেগের বিষয়ে হাইকমিশনার বলেন, সরকারি পোর্টালের মাধ্যমে সরাসরি ই-ভিসা করলে প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল থাকে। তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করলে তথ্যের গরমিল হতে পারে, যা জটিলতা বা ফেরত পাঠানোর ঝুঁকি বাড়ায়। তিনি বাংলাদেশি ভ্রমণকারীদের শুধু সরকারি ই-ভিসা ওয়েবসাইট ব্যবহার করার আহ্বান জানান।
মেলায় ট্যুর অপারেটর, বিমান সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও মেডিকেল সার্ভিসসহ ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এবারের প্রতিপাদ্য ‘মালয়েশিয়া ট্রুলি এশিয়া: ভিজিট মালয়েশিয়া ২০২৬’। এই প্রচারণার লক্ষ্য দুই দেশের পর্যটন ও সৌহার্দ্য আরো গভীর করা।
logo-1-1740906910.png)