প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভা। ৭ ডিসেম্বর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণের মধ্যে আদান-প্রদান আরো জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। প্রফেসর ইউনূস কপ-২৯ শীর্ষ সম্মেলনে বাকু সফর এবং প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে তার বৈঠকের উল্লেখ করে বাংলাদেশ–আজারবাইজান সম্পর্ক আরো শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন।
হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লায়লা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে দুই দেশের যৌথ সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
বাংলাদেশে এটি ছিল আজারবাইজান প্রেসিডেন্টের দুই কন্যার প্রথম সফর। তারা ঢাকায় অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তায় কাজ করা একটি স্থানীয় প্রতিষ্ঠানও পরিদর্শন করেন। সফরে তারা জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী ও পরিবেশ-সংক্রান্ত প্রকল্পে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠকে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার প্রক্রিয়া শুরু হবে। প্রধান উপদেষ্টার অনুরোধের পর গত নভেম্বরেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। তার ভাষায়, দূতাবাস স্থাপন হলে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)