Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইন থেকে দুইজন গুরুতর অসুস্থ প্রবাসীকে দেশে প্রেরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

বাহরাইন থেকে দুইজন গুরুতর অসুস্থ প্রবাসীকে দেশে প্রেরণ

বাহরাইন থেকে গুরুতর অসুস্থ দুইজন বাংলাদেশি প্রবাসী কর্মীকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস, মানামা এবং এতে সহযোগিতা করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

মো. সেলিম রেজা ১৪ মাস ধরে বাহরাইনের সালমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। ৬ ডিসেম্বর দূতাবাস ও এলএমআরএর অর্থায়নে একজন ডাক্তারসহ স্ট্রেচারে দেশে প্রেরণ করা হয়েছে। এরপর কল্যাণ বোর্ডের মাধ্যমে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর খোকন দুই মাস ধরে সালমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৫ ডিসেম্বর তাকে হুইলচেয়ারে একজন মেডিকেল সহকারীসহ দেশে পাঠানো হয়েছে এবং কল্যাণ বোর্ডের মাধ্যমে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

Logo