উচ্চশিক্ষার খবর
কম খরচে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:২০
তৃতীয় বিশ্বের শিক্ষার্থীদের অনেকেরই বিদেশে পড়াশোনার স্বপ্ন আছে, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা নিজের আর্থিক সামর্থ্য। তবে নতুন এক রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এখন আর অতটা ব্যয়বহুল নয়।
US News & World Report-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বছরে মাত্র ২ হাজার ৯০০ থেকে ৮ হাজার ৬০০ ডলারের মধ্যে আবাসন ও খাবারের খরচ মেটাতে পারছেন। জরিপে মোট ১ হাজার ২৭টি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করা হয় যার মধ্যে সবচেয়ে কম খরচের জন্য শীর্ষ তিনে রয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি অ্যান্ড এ এম কলেজ, ইউনিভার্সিটি ডেল সেগ্রাডো কোরাজন ও ক্যালুমেট কলেজ অব সেন্ট জোসেফ। এসব বিশ্ববিদ্যালয়ের বার্ষিক গড় খরচ ৩ থেকে ৫ হাজার মার্কিন ডলার। ৬ষ্ঠ থেকে ১০ম অবস্থানে আছে যথাক্রমে আলাবামা স্টেট ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব গুয়াম, ওকলাহোমা প্যানহ্যান্ডেল স্টেট ইউনিভার্সিটি, ব্যাপটিস্ট ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, লিভিংস্টোন কলেজ এবং সাউদার্ন আর্কানসাস ইউনিভার্সিটি, যাদের বার্ষিক গড় খরচ ৬ থেকে ৮ হাজার মার্কিন ডলার।
যদিও সব জায়গার চিত্র এক নয়। নিউ ইয়র্কের মতো বড় শহরে কিছু বিশ্ববিদ্যালয়ে এই খরচ ২৮ হাজার ডলারেরও বেশি হতে পারে, যা এখনো অনেক শিক্ষার্থীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তবে সব মিলিয়ে বলা যায়, যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার কথা ভাবছেন, তাদের জন্য এখনো সাশ্রয়ী বিকল্প আছে। শুধু দরকার নিজের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া।
logo-1-1740906910.png)