শিক্ষা কেবল কাগুজে স্বীকৃতি নয়, বরং মানুষের ভেতরের আলো জ্বালিয়ে দেওয়ার শক্তি- এই বিশ্বাসকে সামনে রেখে এগিয়ে চলেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর আবুবকর হানিফ। তার দৃষ্টিতে ডিগ্রি কোনো শেষ লক্ষ্য নয়; বরং ডিগ্রির পর যে জীবন শুরু হয়, সেটিই শিক্ষার প্রকৃত মানদণ্ড।
আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও শিক্ষা ও কর্মশক্তি উন্নয়নের মাধ্যমে হাজারো মানুষকে অনিশ্চয়তার অন্ধকার থেকে সম্ভাবনার আলোয় এনেছেন। PeopleNTech-এর উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে তিনি দেখিয়েছেন, কীভাবে জ্ঞানকে দক্ষতায় রূপান্তর করা যায় এবং সেই দক্ষতাকে মর্যাদাপূর্ণ ক্যারিয়ারে পৌঁছে দেওয়া যায়। তার প্রচেষ্টায় অনেক তরুণ ভয়কে আত্মবিশ্বাসে বদলে নিয়েছে, বিভ্রান্তি থেকে পেয়েছে দিকনির্দেশনা।
ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST) তার নেতৃত্বে এক অনন্য মিশন নিয়ে কাজ করছে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করছে, যাতে তারা স্নাতক হওয়ার পরপরই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। শিল্পক্ষেত্রে নতুন স্নাতকদের নিয়ে যে সংশয় থাকে, সেটি দূর করতে WUST বিশেষ গুরুত্ব দিচ্ছে ব্যবহারিক অভিজ্ঞতা ও ক্যারিয়ার প্লেসমেন্টে। এজন্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, যদি তার অন্তত চার বছরের শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা না থাকে।
শিক্ষা ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই তার মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়টি দেশীয় দক্ষ জনশক্তি গড়ে তুলছে, যাতে দ্রুত পরিবর্তনশীল শিল্পক্ষেত্রের চাহিদা পূরণ করা যায়। বিশেষ করে সাইবার সিকিউরিটি ও ইনফরমেশন অ্যাস্যুরেন্সের মতো উদীয়মান খাতে দক্ষ জনশক্তি তৈরিতে তিনি গুরুত্ব দিচ্ছেন।
আবুবকর হানিফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরা শিক্ষার্থীদের সাফল্যকে নিজেদের সাফল্য হিসেবে দেখেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়। তার কাছে সাফল্য ব্যক্তিগত অর্জনের গল্প নয়; বরং অন্যের জীবনে সম্ভাবনার দরজা খুলে দেওয়াই প্রকৃত সাফল্য।
বাংলাদেশি শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্র যেতে চান, তাদের জন্য বিশেষ সহযোগিতা করতে চান হানিফ। তার প্রত্যাশা, বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে মানসম্মত শিক্ষাগ্রহণ করে বিশ্ববাজারে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং দেশের জন্য সম্পদে পরিণত হবে।
একজন শিক্ষানেতা, একজন নির্মাতা এবং একজন বিশ্বাসী হিসেবে আবুবকর হানিফ প্রবাসে থেকেও প্রমাণ করেছেন শিক্ষা মানুষের জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় শক্তি। তার প্রচেষ্টা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তাকে বলা যায়, একজন সফল প্রবাসী মুখ।
logo-1-1740906910.png)