Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

শিক্ষার্থী ভিসায় বায়োমেট্রিক তথ্য বাধ্যতামূলক করল অস্ট্রেলিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩

শিক্ষার্থী ভিসায় বায়োমেট্রিক তথ্য বাধ্যতামূলক করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য প্রদান বাধ্যতামূলক করেছে। কোনো আবেদনকারী বায়োমেট্রিক তথ্য সরবরাহ না করলে তার ভিসার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানানো হয়েছে।  

ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করার পর ইমিগ্রেশন বিভাগ আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার অনুরোধ জানাতে পারে। আবেদনকারী যদি অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করেন এবং তার বায়োমেট্রিকের প্রয়োজন হয়, তবে দেশ ছাড়ার আগেই নির্ধারিত অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক কালেকশন সেন্টারে (এবিসিসি) সশরীরে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।  

বার্তায় আরো উল্লেখ করা হয়, বিদেশে থাকাকালীন এই প্রক্রিয়া সম্পন্ন না করলে জটিলতা আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আবেদনকারীকে পুনরায় নিজ দেশে ফিরে এসে বায়োমেট্রিক তথ্য দিতে হতে পারে। এমনকি বায়োমেট্রিক সম্পূর্ণ না হলে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীর ভিসার আবেদন বাতিল করার ক্ষমতা রাখে ইমিগ্রেশন বিভাগ।  

অস্ট্রেলিয়ার এই নতুন নিয়ম শিক্ষার্থী ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আবেদনকারীদের জন্য এটি অতিরিক্ত সতর্কতা ও প্রস্তুতির প্রয়োজনীয়তা তৈরি করেছে। 

Logo