Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর

সরকারি চাকরিজীবীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৮

সরকারি চাকরিজীবীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য জাপান সরকার ফুল ফান্ডেড স্কলারশিপের ঘোষণা দিয়েছে।

এই প্রোগ্রামের মাধ্যমে জাপানের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ২ বছরের মাস্টার্স ডিগ্রি করার সুযোগ মিলবে। আর পুরো কোর্স হবে ইংরেজি ভাষায়।

আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৪০ বছরের কম, কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবন এবং সরকারি চাকরিতে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আইইএলটিএস স্কোর ৬ বা তার বেশি থাকলে থাকছে বাড়তি সুবিধা।

এই স্কলারশিপের টিউশন ফি, থাকা-খাওয়া, বিমান ভাড়াসহ সব খরচই বহন করবে জাপান সরকার।

প্রতি বছরই বেশকিছু সংখ্যক বাংলাদেশি সরকারি চাকরিজীবী বিভিন্ন সেক্টর থেকে এই স্কলারশিপের আওতায় জাপানে মাস্টার্স করতে যান, যা পরবর্তী সময়ে তাদের পেশাগত জীবনকে আরো সমৃদ্ধ করে।

অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে ৬ ডিসেম্বর, যার শেষ সময় ৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

Logo