প্রযুক্তিগত ত্রুটিতে বিশ্বজুড়ে আইইএলটিএস পরীক্ষায় ভুল রেজাল্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬
বিশ্বব্যাপী কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষার ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের ২৪ আগস্ট থেকে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রায় ৬৩ হাজার পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫৯ হাজার পরীক্ষায় (৯৩%) অন্তত একটি দক্ষতার স্কোর বৃদ্ধি পেয়েছে।
ভিয়েতনামভিত্তিক সংবাদ সংস্থা ভিএন এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আইইএলটিএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি একটি অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটি ছিল, কোনো সাইবার হামলার সঙ্গে সম্পর্কিত নয়। পুনর্মূল্যায়নের পর দেখা গেছে-
- দুই-তৃতীয়াংশ পরীক্ষার্থীর সামগ্রিক ব্যান্ড স্কোর অপরিবর্তিত রয়েছে।
- প্রায় ২০,৬০০ জনের স্কোর ০.৫ ব্যান্ড বেড়েছে।
- মাত্র দুইজনের স্কোর ১.০ ব্যান্ড বৃদ্ধি পেয়েছে।
- অল্প সংখ্যক পরীক্ষার্থীর স্কোর ০.৫ ব্যান্ড কমেছে।
মোট ৬২ হাজার ৮০০ জন পরীক্ষার্থী এ ঘটনায় প্রভাবিত হয়েছেন, যাদের মধ্যে কেউ কেউ একাধিকবার পরীক্ষা দিয়েছেন। এটি বিশ্বব্যাপী মোট পরীক্ষার্থীর ১ শতাংশেরও কম।
গত ১২ নভেম্বর ভিয়েতনামে অনেক পরীক্ষার্থী ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি থেকে ই-মেইল পেয়েছেন, যেখানে লিসনিং ও রিডিং স্কোর পরিবর্তনের কথা জানানো হয়। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা চাইলে পূর্ণ অর্থ ফেরত (প্রায় ৪.৬ মিলিয়ন ভিয়েতনামি ডং বা ১৭৫ মার্কিন ডলার) অথবা বিনামূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ২০২৬ সালের মে মাসের মধ্যে নিশ্চিত করতে হবে।
আইইএলটিএস জানিয়েছে, প্রয়োজনে তারা বিশ্ববিদ্যালয়, নিয়োগকর্তা বা অভিবাসন সংস্থার কাছে জমা দেওয়ার জন্য আনুষ্ঠানিক চিঠি বা ডকুমেন্টেশন সরবরাহ করবে। তবে অনেক শিক্ষার্থী জানিয়েছেন, আগের ভুল স্কোর তাদের পড়াশোনার পরিকল্পনা ব্যাহত করেছে। ফলে পরবর্তী সময়ে স্কোর বৃদ্ধি পেলেও তা তেমন কাজে আসছে না। কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই ভর্তি প্রক্রিয়া পুনর্বিবেচনা শুরু করেছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
logo-1-1740906910.png)