Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর

কানাডা নিতে চাইছে ১ হাজার গবেষক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

কানাডা নিতে চাইছে ১ হাজার গবেষক

বিভিন্ন দেশ থেকে ১ হাজার বিজ্ঞানী ও গবেষকদের নিতে চাইছে কানাডা। এ জন্য দেশটি ১.৭ বিলিয়ন ডলারের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে।

বিশ্বের নানা দেশ থেকে বিজ্ঞানের বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় গবেষকদের কানাডায় কাজ করতে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ। সেই সাথে কানাডার স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও অবকাঠামোগত খাতের উন্নয়ন আরো গতিশীল করতে কানাডা সরকার এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তির চারটি খাতে এই বিনিয়োগ ব্যবহার হবে এবং আগামী ১২ বছরে প্রয়োজন অনুযায়ী তা ব্যবহৃত হবে। 

দ্য পাই নিউজের খবরে আরো বলা হয়েছে, বৈজ্ঞানিক গবেষণায় কানাডাকে শীর্ষে ধরে রাখতেই সরকারের এমন উদ্যোগ। যাকে স্বাগত জানিয়েছে, কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর লিডিং রিসার্চ গ্রুপ "ইউ ১৫”। 

কানাডার পলিসি মেকাররা আশা করছেন, এই বিনিয়োগ আগামীতে কানাডাকে বৈশ্বিক রিসার্চ হাবে পরিণত করবে।

Logo