উচ্চশিক্ষার খবর
বাংলাদেশসহ আরো দুই দেশের আইইএলটিএসের প্রশ্নপত্র ফাঁস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫
বাংলাদেশসহ চীন ও ভিয়েতনামের আইইএলটিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। খবরে আশঙ্কা জানানো হয়েছে, প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীর ফলাফল টেম্পারিং হতে পারে, যার অর্থ দাঁড়ায় অনেক ব্যর্থ পরীক্ষার্থীও পাস করে গিয়েছে। এই টেম্পারিং ফলাফল নিয়ে শিক্ষা ও কাজের ভিসায় আবেদন করে অনেকে এরই মধ্যে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। রিপোর্টে আরো বলা হয়েছে, বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে শিক্ষার্থীদের কাছে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি দাবি তুলেছে অভিযুক্তদের দেশে ফেরত পাঠানোর।
এই অভিযোগ প্রমাণের
বেশ কিছুদিন আগে থেকেই ব্রিটেনের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অভিযোগ
করে আসছেন, বিদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশেরই প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা নেই।
প্রতি বছর আইইএলটিএসের
অধীনে প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে থাকে, যা ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ
ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং আইডিপির যৌথ উদ্যোগে বিশ্বব্যাপী পরিচালিত
হয়।
logo-1-1740906910.png)