Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর

যেসব কারণে শিক্ষার্থীদের পছন্দ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৪:৩৪

যেসব কারণে শিক্ষার্থীদের পছন্দ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই বেশ জনপ্রিয়। জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণও রয়েছে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ, বৃত্তি পাওয়ার সম্ভাবনা, পড়াশোনা শেষে স্থায়ী বা পরে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থীদের কাছে অলটাইম ফেভারিট অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো।

দেশটির মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থ শহরের বিশ্ববিদ্যালয়গুলো কেবল উচ্চশিক্ষার গন্তব্য নয়, বরং আন্তর্জাতিক অভিজ্ঞতার এক বিরাট ক্ষেত্র। 

এর মাঝে সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশকে স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট লেভেন ওয়ানে উন্নীত করায় শিক্ষার্থীরা দ্রুত ও সহজ প্রক্রিয়ায় স্টুডেন্ট ভিসার সুবিধা নিতে পারবেন। দীর্ঘ আর্থিক যাচাই ও কাগজপত্রের জটিল প্রমাণপত্রের প্রয়োজন খানিকটা কমবে। বিশ্ববিদ্যালয় বা কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সহজ হবে। 

এছাড়া অস্ট্রেলিয়া সরকার ঘোষণা করেছে, ২০২৬ সালে দেশটি দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে অতিরিক্ত ২৫ হাজার শিক্ষার্থী ভর্তি নেবে। ফলে শিক্ষার্থীদের জন্য ভিসা পরিমাণও বাড়বে। এমন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও। 

পরিসংখ্যান বলছে, প্রতি বছর বাংলাদেশের ১২ থেকে ১৪ হাজার শিক্ষার্থী যাচ্ছে অস্ট্রেলিয়ায়, যা শিক্ষার্থীদের পছন্দের চিত্রই তুলে ধরে।

Logo