Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চ শিক্ষার খবর

ব্রিটেনে বাড়ছে বিদেশি শিক্ষার্থী ভর্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৬

ব্রিটেনে বাড়ছে বিদেশি শিক্ষার্থী ভর্তি

ব্রিটেনে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির স্বীকৃতি পেতে বিদেশি শিক্ষার্থীদের পাঠানো সিএএস চিঠির পরিমাণ বেড়েছে ৮ %, যা দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহের প্রমাণ। আবার ভর্তি নিশ্চিতকরণ ও ডিপোজিট জমার ক্ষেত্রেও ১৮ % বাড়তি প্রবণতা দেখা যাচ্ছে। ব্রিটেনের সংবাদ মাধ্যম পাই নিউজ এই খবর দিয়েছে

আঞ্চলিক হিসাবে পশ্চিম আফ্রিকা থেকে সিএএস চিঠি আসার পরিমাণ বেড়েছে প্রায় ৭০ %, উত্তর আমেরিকা থেকে ১১.৮২ %, আর দক্ষিণ এশিয়া থেকে মাত্র ২.৫৪ % বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রবৃদ্ধি নিয়ন্ত্রণ ছাড়াই বাড়ছে, বিষয়টি এ রকম নয়। 

ভিসা জালিয়াতি, শিক্ষার্থীদের শেষ মুহূর্তে উপস্থিত না হওয়া এবং ভর্তি সংক্রান্ত যে কোনো জালিয়াতির বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। ব্রিটিশ হোম অফিস ইতোমধ্যে নতুন যাচাই-বাছাই ব্যবস্থা, রেড‑অ্যাম্বার‑গ্রিন রেটিং সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে।

সার্বিকভাবে ব্রিটেনে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাড়ছে, তবে বিশ্ববিদ্যালয় ও কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে, এই সুযোগ ন্যায্য ও নিরাপদভাবে পরিচালিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা যদি সঠিক প্রক্রিয়া অবলম্বন না করেন, তাহলে শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ হতে পারে। 

Logo