উচ্চশিক্ষার খবর
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের আবেদন জালিয়াতি প্রতিহত করবে এআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪১
বিদেশি শিক্ষার্থীদের আবেদনে জালিয়াতি প্রতিহত করতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুসল ব্যবহার করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি নতুন একটি এআই প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে, যেখানে অস্ট্রেলিয়ার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রতারণা রোধ, সম্মতি মজবুত করা এবং আবেদনের পর আসলেই কতজন নিশ্চিত ভর্তি হবে, তা জানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কেননা, দেশটি বিদেশি শিক্ষার্থীর অত্যাধিক আবেদনপত্র যাচাই-বাছাই করতে কঠিন সময় পার করছে। এই সংকট মোকাবিলা করার জন্য UniReady Global নামে একটি নতুন এআইচালিত ভর্তি যাচাই প্ল্যাটফর্ম চালু করেছে। পাই নিউজ এ খবর দিয়েছে।
খবরে আরো বলা হয়েছে, এডুকেশন সেন্টার অব অস্ট্রেলিয়া এবং ওপেন লার্নিং যৌথভাবে এই উদ্যোগ চালু করেছে। এই প্ল্যাটফর্মটি থেকে শিক্ষার্থীর প্রশংসাপত্র, সঠিক শিক্ষার্থী (জিএস) স্ট্যাটাস এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ যাচাই করবে, যারা দেশটিতে আবেদনের পর্যায়ে থাকবে।
এই মডেলে শিক্ষার্থীরাই তাদের তথ্য যাচাইয়ের খরচ দেবে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত প্রশাসনিক বোঝা মাথায় নিতে হবে না। পারদর্শিতা বৃদ্ধির জন্য এই প্ল্যাটফর্ম প্রায় দুই দশকের উচ্চশিক্ষা সেক্টরের অভিজ্ঞতা ও উন্নত এআই এবং সরকার-সংশ্লিষ্ট নিরাপদ তথ্যের উৎস একত্রিত করেছে।
বিশ্লেষকরা বলছেন, ম্যানুয়ালি শিক্ষার্থীদের তথ্য যাচাই প্রক্রিয়াগুলো অনেক সময় ধীরগতিতে হয়। অনেক ভুলভালও হয়ে থাকে, যা প্রতিষ্ঠানকে সুনামের, সম্মতি এবং ভিসা ঝুঁকিতে ফেলে দেয়।
কিন্তু এই নতুন এআইচালিত যাচাই প্রক্রিয়া শিক্ষার্থীর উদ্দেশ্য এবং সম্মতি রিয়েল-টাইমে মূল্যায়ন করবে, যা ৭৫% সময় কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)