উচ্চশিক্ষা আপডেট
মালয়েশিয়ায় স্থাপিত হতে যাচ্ছে মনাশের দ্বিতীয় ক্যাম্পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৯:১২
অস্ট্রেলিয়ার প্রখ্যাত মনাশ বিশ্ববিদ্যালয় তাদের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে মালয়েশিয়ায়। ২০৩২ সালে এটি উদ্বোধনের কথা রয়েছে। মালয়েশিয়ায় মনাশের দ্বিতীয় ক্যাম্পাসে ২২ হাজার ৫০০ স্টুডেন্ট ও ১ হাজার ৭০০ স্টাফের ক্যাপাসিটি থাকবে। নতুন ক্যাম্পাসে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্য, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ডাটা সায়েন্সের মতো ৩৫টি সাবজেক্টে পড়াশোনার সুযোগ, যা হবে বিশ্বমানের শিক্ষা কার্যক্রম। পাই নিউজ এই খবর দিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজের সাম্প্রতিক আসিয়ান সামিটে মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে আলোচনায় এই ঘোষণা আসে। তাতে জানানো হয়, টিআরএক্স সিটিতে মনাশের নতুন ক্যাম্পাস স্থাপিত হবে। নতুন ক্যাম্পাসের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার স্থানীয় বিনিয়োগ তাতে যুক্ত হবে।
১৯৯৮ সালে মালয়েশিয়ায় স্থাপিত হয় মনাশ ইউনিভার্সিটির প্রথম ক্যাম্পাস। মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়ার শিক্ষার্থীদের চাহিদা পূরণে এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৫ সালে টাইমস হায়ার এডুকেশনে অস্ট্রেলিয়ায় মনাশ ইউনিভার্সিটির বর্তমান রেংকিং ৫৮ এবং অস্ট্রেলিয়ায় ৫তম। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াগামী শিক্ষার্থীদের কাছে মনাশ ইউনিভার্সিটি একটি জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান।
logo-1-1740906910.png)