Logo
×

Follow Us

এশিয়া

বিদেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা আট বছরে সবচেয়ে কম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৪

বিদেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা আট বছরে সবচেয়ে কম

বিদেশে পড়াশোনার জন্য ভারত থেকে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ গত আট বছরের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে পৌঁছেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইর তথ্য বিশ্লেষণ করে দ্য পিআই নিউজ জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ে ভারত থেকে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১.৩৭ বিলিয়ন ডলার কমেছে, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় প্রায় ৫৮ শতাংশ হ্রাস।

২০১৭ সালে এই খাতে রেমিট্যান্স ছিল ৭৮৭.৮ মিলিয়ন ডলার। এরপর ২০১৮ ও ২০১৯ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বাড়ায় রেমিট্যান্সও বেড়েছিল। তবে মহামারির পরবর্তী সময়ে কিছুটা স্থিতিশীলতা এলেও ২০২৫ সালে আবার বড় ধরনের পতন দেখা যাচ্ছে।

এই রেমিট্যান্সের মধ্যে রয়েছে টিউশন ফি, আবাসন, জীবনযাত্রার খরচ, আবেদন ফি এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয়। আরবিআইর মাসিক বুলেটিনে দেখা গেছে, ২০২৫ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই খাতে মোট ১ বিলিয়ন ডলার পাঠানো হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক কম।

বিশেষজ্ঞরা বলছেন, এই পতনের পেছনে রয়েছে একাধিক কারণ। বিদেশে পড়াশোনার খরচ বৃদ্ধি, রুপি-ডলারের বিনিময় হার, ভিসা জটিলতা এবং অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা। অনেক শিক্ষার্থী এখন বিকল্প দেশ বা অনলাইন শিক্ষার দিকে ঝুঁকছেন।

ভারতের অভ্যন্তরীণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগও শিক্ষার্থীদের দেশে থেকেই উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করছে। ফলে বিদেশে পড়তে যাওয়ার প্রবণতা কিছুটা কমেছে।

তবে শিক্ষাবিদরা বলছেন, এই প্রবণতা দীর্ঘমেয়াদি হবে কিনা, তা নির্ভর করবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ভিসা নীতিমালা এবং আন্তর্জাতিক শিক্ষার সুযোগের ওপর।

এই পরিস্থিতিতে বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী ভারতীয় শিক্ষার্থীদের জন্য পরিকল্পনা ও প্রস্তুতির গুরুত্ব আরো বেড়েছে। বিশেষ করে খরচ, স্কলারশিপ এবং ভিসা সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

Logo