কানাডার নতুন অভিবাসন নীতির প্রভাবে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে নতুন ভিসা নিয়ে কানাডায় প্রবেশ করেছে মাত্র ৪৫ হাজার ৩৮০ জন বিদেশি শিক্ষার্থী, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ শতাংশ কম। অথচ ২০২৪ সালের আগস্টে এই সংখ্যা ছিল ৭৯ হাজার ৭৯৫ জন। সরকার জানিয়েছে, অস্থায়ী বাসিন্দার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং দেশীয় জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতেই নেওয়া হয়েছে কঠোর অভিবাসন নীতি। দ্য পিআইই এ খবর দিয়েছে।
তবে এই সিদ্ধান্তের ফলে শুধু নতুন শিক্ষার্থীর আগমনই নয়, মোট বৈধ স্টাডি পারমিটধারী শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে ২৬ শতাংশ। গত বছরের আগস্টে যেখানে কানাডায় পড়াশোনা করছিল প্রায় ৬ লাখ ৫১ হাজার শিক্ষার্থী, ২০২৫ সালের আগস্টে তা নেমে এসেছে ৫ লাখ ১৪ হাজারে। একই সময়ে নতুন অস্থায়ী কর্মীর সংখ্যা ৯১ হাজার থেকে কমে ৫৯ হাজারে নেমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারের এই নতুন নীতি শুধু শিক্ষার্থী ও কর্মীদের ওপরই প্রভাব ফেলছে না, বরং সরাসরি প্রভাব ফেলছে কানাডার উচ্চশিক্ষা খাত ও অর্থনীতিতেও। কারণ, আন্তর্জাতিক শিক্ষার্থীরাই দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম বড় রাজস্ব উৎস, এবং তারা স্থানীয় বাজারেও কর্মসংস্থান সৃষ্টি করে। ফলে শিক্ষার্থী সংখ্যা কমে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক চাপ বাড়বে, অনেক ছোট প্রতিষ্ঠান টিকে থাকার চ্যালেঞ্জে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে এই নীতির কারণে কানাডা তার অন্যতম শিক্ষা গন্তব্য হিসেবে আকর্ষণ হারাতে পারে।
logo-1-1740906910.png)