Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষা আপডেট

এমআইটি আমেরিকায় সেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:২৭

এমআইটি আমেরিকায় সেরা

টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে অনুযায়ী, আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি রয়েছে শীর্ষে। 

প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনমূলক গবেষণায় বিশেষ অবদানের জন্য এমআইটি বিশ্বের শিক্ষার্থী ও গবেষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। র‌্যাঙ্কিংয়ে এমআইটি গবেষণার ক্ষেত্রে ৯৯.৬ স্কোর অর্জন করেছে। 

এছাড়া আমেরিকার অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি, ৫ম স্থানে হার্ভার্ড এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সেই সাথে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আর ইয়েল ইউনিভার্সিটিও রয়েছে শীর্ষ অবস্থানে। 

এমআইটিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১১ হাজার ৫২০, যার মধ্যে ৩৫% আন্তর্জাতিক শিক্ষার্থী, যা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক প্রভাব ও বৈচিত্র্যময় পরিবেশকে তুলে ধরে।

বাংলাদেশি শিক্ষার্থীরাও এমআইটিতে পড়াশোনার সুযোগ পেতে পারেন, তবে ভর্তি প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। ভর্তি হওয়ার জন্য উচ্চমানের একাডেমিক ফলাফল, ইংরেজি ভাষার দক্ষতা এবং গ্র্যাজুয়েট স্তরের জন্য গ্রে বা ম্যাট পরীক্ষার ফলাফল প্রয়োজন। এমআইটির নিজস্ব স্কলারশিপ এবং অন্যান্য আন্তর্জাতিক স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্বল্প খরচে, এমনকি বিনা খরচেও এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে।

Logo