বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৩

বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট। ঢাকায় আয়োজিত ‘চুজ ফ্রান্স ট্যুর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্রান্সে রয়েছে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, তুলনামূলকভাবে কম টিউশন ফি এবং একটি বহুসাংস্কৃতিক, সহনশীল পরিবেশ, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী।
রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, বর্তমানে ফ্রান্সে বসবাস অনেক সহজ হয়েছে। বড় শহরগুলোর অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে ভাষার প্রতিবন্ধকতা নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত এই দুই দিনব্যাপী অনুষ্ঠানের লক্ষ্য ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় ফরাসি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন। ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ আয়োজিত এই ট্যুরের ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে হোটেল পেনিনসুলায় দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।
রাষ্ট্রদূত জানান, গত বছর এই আয়োজনে ১০টি ফরাসি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল, আর এ বছর অংশ নিয়েছে ১২টি প্রতিষ্ঠান, যা দুই দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতার ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন।
ক্যাম্পাস ফ্রান্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন ব্যবসা, ব্যবস্থাপনা, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান ও শিল্পকলাসহ প্রায় ১ গাজার ৭০০টি ইংরেজি মাধ্যমে পরিচালিত প্রোগ্রাম থেকে বেছে নিতে পারছে। পাশাপাশি ফরাসি ভাষা শেখার সুযোগও রয়েছে, যাতে শিক্ষার্থীরা স্থানীয় সমাজের সঙ্গে আরো ভালোভাবে সম্পৃক্ত হতে পারেন।
ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণকারীদের জন্য রয়েছে ডক্টরেট পর্যায়ে গবেষণার বিস্তৃত সুযোগ, যা বিশ্বজুড়ে শিক্ষার্থী ও গবেষকদের আকর্ষণ করে। রাষ্ট্রদূত শিক্ষার্থীদের ক্যাম্পাস ফ্রান্সের পরামর্শমূলক সেবা গ্রহণে উৎসাহিত করেন এবং বলেন, “ফ্রান্সে পড়াশোনা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি একটি জীবন অভিজ্ঞতা।”