উচ্চশিক্ষা আপডেট
অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ইউনিভার্সিটি অব মেলবোর্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৮

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশনের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়া মহাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে অবস্থান করছে ইউনিভার্সিটি অব মেলবোর্ন।
বিশ্বব্যাপী ৩৭তম স্থানে অবস্থান করা এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা ও শিক্ষার মানে অনন্য অবদানের জন্য পরিচিত। এছাড়া অস্ট্রেলিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৩তম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব সিডনি, ৫৮তম স্থানে মনাশ ইউনিভার্সিটি, ৭৩তম স্থানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ৮০তম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমা জনস্টন জানান, তারা বৈশ্বিক নেতৃত্বে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যৎ গবেষক ও দক্ষ নেতৃত্ব তৈরিতে কাজ করছেন।
বিশ্ববিদ্যালয়টি গবেষণা, শিক্ষার মান, শিল্পের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে উচ্চ স্কোর অর্জন করেছে। তাই এটি বিদেশি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
এছাড়া দেশটির আরো যেসব বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের তালিকায় ৫০০টি বিশ্বসেরা তালিকায় স্থান করে নিয়েছে সেগুলো হলো- ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি, দ্য ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ম্যাককোয়ারি ইউনিভার্সিটি ও এডিলেড ইউনিভার্সিটি। এবারের তালিকায় অস্ট্রেলিয়া থেকে ৩৭টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে।