Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বেসরকারি স্কুলগুলোর জন্য নতুন আইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫১

বাহরাইনে বেসরকারি স্কুলগুলোর জন্য নতুন আইন

বাহরাইনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বাড়াতে নতুন একটি আইন প্রস্তাব করেছে দেশটির সরকার। এই আইন বর্তমানে সংসদে পাঠানো হয়েছে এবং এতে বেসরকারি স্কুলগুলোর কার্যক্রমে কঠোর নিয়ম-কানুন আরোপের পরিকল্পনা রয়েছে।

নতুন আইনের মূল লক্ষ্য হলো শিক্ষার মান উন্নয়ন, অভিভাবকদের অর্থনৈতিক সুরক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা। এতে অযৌক্তিক ফি বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা, প্রশাসনিক জরিমানা, অপরাধমূলক দায়বদ্ধতা এবং ভালো পারফরম্যান্সকারী প্রতিষ্ঠানের জন্য উৎসাহমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

বাহরাইনের শিক্ষা খাতে বেসরকারি স্কুলগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে অনেক সময় অভিভাবকদের অভিযোগ থাকে স্কুলগুলো অতিরিক্ত ফি আদায় করে, শিক্ষার মানে ঘাটতি থাকে এবং প্রশাসনিক স্বচ্ছতা নেই। এসব সমস্যা সমাধানে সরকার এই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

আইনটি কার্যকর হলে স্কুলগুলোকে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে ফি নির্ধারণ করতে হবে এবং যে কোনো পরিবর্তনের জন্য যথাযথ অনুমোদন নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষক নিয়োগ, পাঠ্যক্রম এবং অবকাঠামোগত মানদণ্ডও নির্ধারিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই আইন শিক্ষার্থীদের সুরক্ষা এবং অভিভাবকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা ও মানোন্নয়নের সংস্কৃতি গড়ে উঠবে।

বিশ্লেষকদের মতে, এই আইন বাহরাইনের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনবে। বিশেষ করে অভিভাবকদের আর্থিক চাপ কমবে এবং শিক্ষার মান উন্নত হবে। তবে আইন বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতা ও পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তথ্যসূত্র: গালফ ডেইলি নিউজ

Logo