Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি

ঢাকা বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত বছরের তুলনায় প্রায় ২০০ ধাপ এগিয়ে এবার ঢাবির অবস্থান ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। ইতিপূর্বে যা ছিল ১০০১ থেকে ১২০০ রেঞ্জে। এই উন্নতি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে এক ইতিবাচক অগ্রযাত্রার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন শিক্ষা বিশ্লেষকরা।

র‌্যাঙ্কিংয়ের মূল্যায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান, শিল্প-সহযোগিতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়। ঢাবি এ বছর গবেষণার মানে ৯.৩ পয়েন্ট, শিল্প-সহযোগিতা সূচকে ১১.৮ পয়েন্ট এবং গবেষণা পরিবেশে ৩ পয়েন্ট উন্নতি করেছে। এসব সূচকে ধারাবাহিক উন্নতি দেখাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়টি এখন শুধু দেশের নয়, আন্তর্জাতিক পরিসরেও নিজেদের অবস্থান দৃঢ় করছে।

ঢাবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি জানিয়েছেন, মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক সংযোগ এবং একাডেমিক উন্নয়ন বাড়াতে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। এই র‌্যাঙ্কিংয়ের উন্নতি তারই ফলাফল।

এদিকে, কিউএস র‌্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা অবস্থান ধরে রেখেছে এবং বিশ্ব তালিকায় স্থান পেয়েছে ৫৮৪তম অবস্থানে। দুটি আন্তর্জাতিক সূচকেই এ ধারাবাহিক অগ্রগতি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি বিরাট অর্জন হিসেবে দেখা হচ্ছে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে ভবিষ্যতে ঢাবি দক্ষিণ এশিয়ার শীর্ষ গবেষণামুখী বিশ্ববিদ্যালয়গুলোর কাতারেও উঠে আসবে।

Logo