Logo
×

Follow Us

শিক্ষা

স্কলারশিপ আপডেট

আয়ারল্যান্ডের পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

আয়ারল্যান্ডের পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে আয়ারল্যান্ড সরকারের গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। যেখানে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের যে কোনো বিষয়ে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার জন্য আবেদন করা যাবে। আর বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপের সুবিধার মধ্যে রয়েছে বছরে ২৫ হাজার ইউরো জীবনযাত্রার খরচ, ফ্রি টিউশন ফি এবং গবেষণায় খরচের জন্য অতিরিক্ত ৩ হাজার ২৫০ ইউরো। আবেদন যোগ্যতার মধ্যে থাকতে হবে প্রোগ্রাম অনুযায়ী ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ এবং সুপারভাইজারের অনুমোদনসহ গবেষণা প্রস্তাবনা।

বাংলাদেশ থেকে আগেও এই স্কলারশিপ পেয়ে শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ, আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়নের সুবিধা পেয়েছেন। আবেদন করতে হবে অনলাইনে, যেখানে শিক্ষাগত সনদ, গবেষণা প্রস্তাবনা, স্টেটমেন্ট অব পারপাস, ইংরেজি দক্ষতার প্রমাণ ও সুপারিশপত্র জমা দিতে হবে। 

আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর ২০২৫। 

Logo