Logo
×

Follow Us

শিক্ষা

স্কলারশিপ আপডেট

জাপানে বিনামূল্যে মাস্টার্সের সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

জাপানে বিনামূল্যে মাস্টার্সের সুযোগ

টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ফ্রন্টিয়ার সায়েন্সেসে মাস্টার্স পড়ার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। 

নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, ভর্তি ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবীমা, বই কেনার ভাতা এবং গবেষণার খরচসহ সকল প্রকার আর্থিক সুবিধা পাবেন। আবেদন করা যাবে ইন্টারন্যাশনাল স্টাডিজ, ন্যাচারাল এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্ট সিস্টেমস এবং হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগে। 

আবেদনের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে। স্নাতক শেষে অন্তত দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ভালো একাডেমিক রেজাল্ট থাকাও জরুরি। ইতিপূর্বে বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির মাধ্যমে পরিবেশ, স্থায়িত্ব ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেছেন। 

আবেদনকারীদের প্রথমে তাদের বিষয়ভিত্তিক নির্দিষ্ট সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এরপর অনলাইনে ফরম পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে বাছাই শেষে এডিবির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রার্থীদের নাম পাঠাবে। 

নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সালের অক্টোবর থেকে জাপানে পড়াশোনা শুরু করবেন। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫। বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন। 

https://www.k.u-tokyo.ac.jp/en/exam/master/foreign_research_students/adb_jsp/  

https://www.prothomalo.com/education/scholarship/zu1q9d10qg 

Logo