সৌদি আরবে প্রথম সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় চালু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বাদর বিন আব্দুল্লাহ আল-সৌদ “কালচারাল ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৫”-এ ঘোষণা দেন যে, রিয়াদ ইউনিভার্সিটি অব আর্টস (RUA) ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
বিশ্ববিদ্যালয়টি সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে গঠিত, যার লক্ষ্য দেশটির সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়া। RUA-র শিক্ষাদর্শন হবে প্রকল্পভিত্তিক ও ব্যবহারিক শিক্ষার ওপর, যেখানে আন্তর্জাতিক মানের একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে পাঠদান করা হবে। উদীয়মান প্রতিভাদের জন্য থাকছে স্কলারশিপের সুযোগও।
ইরকাহ জেলায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকবে ১৩টি কলেজ, যার মধ্যে রয়েছে থিয়েটার ও পারফর্মিং আর্টস, সংগীত, চলচ্চিত্র, ভিজ্যুয়াল আর্টস ও ফটোগ্রাফি, সাংস্কৃতিক ব্যবস্থাপনা, কুলিনারি আর্টস, হেরিটেজ স্টাডিজসহ আরো অনেক বিভাগ। প্রথম পর্যায়ে তিনটি কলেজ থিয়েটার, সংগীত ও চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম শুরু করবে, যা আন্তর্জাতিক সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়টি ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, পিএইচডি এবং স্বল্পমেয়াদি কোর্সের সুযোগ দেবে। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করা, সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা এবং সৌদি ও বৈশ্বিক সমাজে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়ানো।
২০২৪ সালে সৌদি আরবের সাংস্কৃতিক খাতে প্রায় ২.৮৮ লাখ দর্শনার্থী অংশ নিয়েছেন। রিয়াদে আয়োজিত আন্তর্জাতিক ঐতিহ্যবাহী খেলার উৎসবে অংশ নিয়েছেন ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ, আর বিশ্ব ঐতিহ্য দিবসে অংশ নিয়েছেন ৫৪ হাজারের বেশি দর্শক। এছাড়া দিরিয়াহভিত্তিক ‘দিরব জুবাইদা’ কর্মসূচি, ঐতিহ্যবাহী গ্রাম অভিজ্ঞতা ও লোকশিল্প উৎসবগুলো দেশটির সাংস্কৃতিক আগ্রহ ও ঐতিহ্য সংরক্ষণের প্রতিফলন।
রিয়াদ ইউনিভার্সিটি অব আর্টসের উদ্বোধন সৌদি আরবের সাংস্কৃতিক অগ্রযাত্রায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, শিল্প ও সংস্কৃতির এক অনুপ্রেরণাদায়ী কেন্দ্র হয়ে উঠবে।
তথ্যসূত্র: আরব টাইমস