স্কলারশিপ আপডেট
দক্ষিণ কোরিয়ায় অ্যাসোসিয়েট স্কলারশিপ আবেদন শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট, অনার্স ও মাস্টার্স পর্যায়ে পড়াশোনার জন্য নতুন স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এই স্কলারশিপের খবর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী আবেদনকারীদের অ্যাসোসিয়েট ও অনার্সের জন্য এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমায় অন্তত ৭০% নম্বর এবং মাস্টার্সের জন্য অনার্সে ন্যূনতম ৭০% নম্বর থাকতে হবে। ভাষাগত যোগ্যতার জন্য আইইএলটিএসে কমপক্ষে ৫.৫ বা টপিক লেভেল ৩ আবশ্যক। ব্যাংক সলভেন্সি হিসেবে অ্যাকাউন্টে ১৬ হাজার ডলার থাকতে হবে।
ইউনিভার্সিটি ভেদে স্কলারশিপ ও অন্যান্য সুবিধা আলাদা হতে পারে। আবেদনের জন্য পাসপোর্ট, জন্মসনদ, শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, পিতামাতার এনআইডি, শিক্ষাগত ফলাফলের সত্যায়িত কপি এবং আইইএলটিএস সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে, যা অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের জন্য নির্ধারিত দুটি ভিন্ন গুগল ফর্ম পূরণের মাধ্যমে করতে হবে। তবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন করার শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৫।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন নিচে দেখানো লিংকে…
https://boesl.gov.bd/sites/default/files/files/boesl.portal.gov.bd/notices/d0c918eb_5036_4c9b_bff4_504ba63b7049/2025-09-25-09-49-3d2bd1ff592f20301d9374664ef664bd.pdf