উচ্চশিক্ষা আপডেট
মেধাবীদের আকৃষ্ট করতে বিভিন্ন দেশের নানা ভিসার সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

বিজ্ঞান ও প্রযুক্তি খাতের মেধাবীদের আকৃষ্ট করতে বিভিন্ন দেশে নানা ভিসা ও নতুন নতুন উদ্যোগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার শর্ত ও ফি বাড়ায় অনেক দক্ষ বিদেশি কর্মী নতুন বিকল্প খুঁজছেন, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে চীনসহ অন্যান্য দেশ। ইকোনমিক টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে।
খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে এখন এইচ-১বি ভিসায় কাজ পেতে ১ লাখ ডলার ফি দিতে হবে, যা অনেক শিক্ষার্থীকে ফেলেছে দুশ্চিন্তায়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন ১ অক্টোবর থেকে চালু করতে যাচ্ছে নতুন কে-ভিসা, যা কোনো স্পন্সর ছাড়াই বিজ্ঞান ও প্রযুক্তি খাতের মেধাবী গবেষক, উদ্যোক্তা ও উদ্ভাবকদের চীনে দীর্ঘমেয়াদি থাকার সুযোগ দেবে এবং বিদেশি মেধাবীদের দেশটিতে গবেষণা করতে সহায়তা করবে।
আবার জার্মানি ইইউ ব্লু কার্ডের শর্ত সহজ করে আইটি, প্রকৌশল ও স্বাস্থ্য খাতে বিদেশি বিশেষজ্ঞদের ন্যূনতম বেতনসীমা কমিয়েছে।
আর ফিনল্যান্ড ট্যালেন্ট বুস্ট প্রোগ্রামের আওতায় দ্রুত ভিসা অনুমোদন, ভাষা প্রশিক্ষণ এবং পরিবারসহ থাকার সুবিধা দিয়ে বিদেশি মেধাবীদের আকৃষ্ট করে তাদের দেশে আনছে।
অন্যদিকে, পর্তুগাল বিনিয়োগভিত্তিক গোল্ডেন ভিসার পাশাপাশি সামাজিক প্রকল্পে অর্থায়নকারীদের জন্য নতুন রেসিডেন্স ভিসা চালু করছে এবং দক্ষ পেশাজীবীদের জন্য কোনো প্রকার ট্যাক্স ছাড়ই পুনর্বহাল করছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় চীনসহ ইউরোপের দেশগুলো মেধাবীদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠছে, যা বৈশ্বিক মেধা প্রতিযোগিতাকে আরো তীব্র করবে।