নিউজিল্যান্ডে সহজ হচ্ছে দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের ভিসা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১

দক্ষ কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করছে নিউজিল্যান্ড। দেশটির সরকার সম্প্রতি তাদের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে ভিসা প্রক্রিয়া যেমন দ্রুত হবে, তেমনি স্থায়ী বসবাসের সুযোগও বাড়বে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি কর্মী নিউজিল্যান্ডে নির্দিষ্ট সময় ধরে কাজ করছেন এবং যাদের দক্ষতা দেশটির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তারা সহজেই স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নির্মাণ, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কৃষি খাতে দক্ষ কর্মীদের জন্য এই নিয়ম বিশেষভাবে সহায়ক হবে।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, “আমরা এমন একটি অভিবাসন কাঠামো তৈরি করছি, যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে দক্ষ জনশক্তি ধরে রাখতে সাহায্য করবে।”
শুধু কর্মী নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও এসেছে ইতিবাচক পরিবর্তন। যারা নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা নিতে আসবেন, তারা পড়াশোনা শেষে সহজেই কাজের অনুমতি পাবেন এবং পরবর্তী সময়ে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী দেশটির চাহিদাসম্পন্ন বিষয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য এই সুযোগ আরো বিস্তৃত।
নতুন নিয়মে শিক্ষার্থীদের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি যেসব শিক্ষার্থী নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে চাকরি পান, তাদের জন্য স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়াও দ্রুততর হবে।
নিউজিল্যান্ড সরকার বলছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং প্রয়োজনীয় দক্ষ জনশক্তি নিশ্চিত করা। কোভিড-পরবর্তী সময়ে অভিবাসন নীতিতে যে কঠোরতা এসেছিল, তা এখন শিথিল করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন নিউজিল্যান্ডকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজারে শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। যারা নিউজিল্যান্ডে পড়াশোনা বা কাজের পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার সময়। নতুন নিয়ম অনুযায়ী, সঠিক যোগ্যতা ও দক্ষতা থাকলে নিউজিল্যান্ডে স্থায়ী হওয়ার পথ অনেকটাই সহজ হয়ে গেছে।
তথ্যসূত্র: বিজনেস টুডে